Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

ঘুষ গ্রহণের সন্দেহে চীনের সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

ঘুষ গ্রহণের সন্দেহে চীনের সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

চায়না ডেভেলপমেন্ট ব্যাংকের (সিডিবি) একজন প্রাক্তন কর্মকর্তা ঘুষ গ্রহণের সন্দেহে গ্রেপ্তার হয়েছেন। চীনের শীর্ষ পিপলস প্রকিউরেটর বলেছেন, রাষ্ট্রীয় আর্থিক সংস্থাগুলোর কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক তদন্তে হে জিংজিয়াং নামের ওই ব্যক্তির নাম পাওয়া গেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম পিপলস প্রকিউরেটরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাঁর বিরুদ্ধে প্রবিধান লঙ্ঘন করে আর্থিক বিল ইস্যু করা, অবৈধভাবে ঋণ দেওয়া এবং বিদেশি আমানত গোপন করার অভিযোগ উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেইজিং মিউনিসিপ্যাল পিপলস প্রকিউরেটর ন্যাশনাল সুপারভাইজরি কমিশনের তদন্তের পর তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে গত বছরের সেপ্টেম্বরে চীনের দুর্নীতিবিরোধী সংস্থা সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন বলেছিল, হে জিংজিয়াংয়ের বিরুদ্ধে তদন্ত চলছে। 

হে জিংজিয়াং ১৯৬৩ সালে জন্মগ্রহণ করেছেন। তিনি পলিসি ব্যাংক সিডিবিতে কমিউনিস্ট পার্টি কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন। এ ছাড়া রাষ্ট্রীয় ঋণদাতা প্রতিষ্ঠান ব্যাংক অফ চায়না এবং কৃষি উন্নয়নমূলক প্রতিষ্ঠান ব্যাংক অফ চায়নাতে কাজ করেছেন। 

ফুলের মতো দেখালেও এটি পৃথিবীর জন্য ভয়ংকর বিপদের বার্তা!

যেমন খুশি চুল রাখার অনুমতি পেল থাইল্যান্ডের ছাত্রছাত্রীরা

বিধিনিষেধে এআই-এর সঙ্গে নকল বন্ধুত্বের সম্পর্কে জড়াচ্ছে আফগান নারীরা

গুলি খাওয়ার ১৩ বছর পর গোপনে পাকিস্তানের নিজ গ্রামে মালালা

দুই সপ্তাহ পেরোতেই উ. কোরিয়ায় আবারও নিষিদ্ধ বিদেশি পর্যটকেরা

নিজ দেশেই বোমাবর্ষণ করল দ. কোরিয়ার বিমানবাহিনী!

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই