কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে দুই দিনের বৈঠক শেষ হয়েছে। দোহা শান্তি আলোচনা শুরু হওয়ার পর মনে করা হয়েছিল, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাময়িক অস্ত্রবিরতিতে সম্মত হবে হয়তো দু’পক্ষ। কিন্তু যৌথ সংবাদ সম্মেলনে কোনো পক্ষই সে রকম কোনো ঘোষণা দেয়নি।
গত রোববার রাতে আফগান সরকার ও তালেবানের প্রতিনিধিদলের সদস্যরা এক যৌথ সংবাদ সম্মেলনে সমঝোতার কথা জানান। আফগান সরকারের প্রতিনিধিদলের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, দোহা বৈঠকে দু’পক্ষ তাদের মতামত স্পষ্ট করে তুলে ধরেছে এবং এ বিষয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবার আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে।
এর কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে উপস্থিত তালেবান মুখপাত্র মোহাম্মাদ নাঈম এক টুইটার বার্তায় বলেন, দোহা বৈঠকে দু’পক্ষ আফগানিস্তানের অবকাঠামো রক্ষা করার পাশাপাশি বেসামরিক নাগরিকদের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সম্মত হয়েছে।
এদিকে বিদেশি ১৫টি দেশের কূটনৈতিক মিশন এবং ন্যাটোভুক্ত দেশগুলো ঈদুল আজহাকে সামনে রেখে আফগান সরকার এবং তালেবানকে অস্ত্রবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে।
একটি বিবৃতিতে ১৫টি বিদেশি মিশন এবং ন্যাটোর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ঈদুল আজহাকে সামনে রেখে তালেবানদের উচিত অস্ত্র নামিয়ে ফেলা।
গত ঈদুল ফিতরেও তালেবান সংক্ষিপ্ত অস্ত্রবিরতি ডেকেছিল। তখন তালেবানদের পক্ষ থেকে বলা হয়, তারা আফগানিস্তানে শান্তি চায়।