Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

নারীদের সুযোগ দিলে তালেবানকে সমর্থন দেব: এরদোয়ান

অনলাইন ডেস্ক

নারীদের সুযোগ দিলে তালেবানকে সমর্থন দেব: এরদোয়ান

নারীরা আফগানিস্তানের প্রত্যেকটি কাজে অংশ নেওয়ার সুযোগ পেলে তালেবানকে সমর্থন দেবে তুরস্ক। আজ রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

 আফগানিস্তানের ক্ষমতা তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর তুরস্ক জানায়, তারা কাবুল বিমানবন্দরের পরিচালনা করতে চায়।  গত মাসে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সেনারা  আফগানিস্তান ছাড়ে। ফলে ন্যাটোভুক্ত দেশ তুরস্কও তাদের সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করেছে। 

কাবুল বিমানবন্দর নিয়ে চুক্তির বিষয়ে এরদোয়ান সিবিএস নিউজকে বলেন, আফগানিস্তানের এখনকার সরকার অংশগ্রহণমূলক না। যদি তারা অংশগ্রহণমূলক হয় তাহলে আমরা সেখানে যাব।   

নারীদের প্রতি তালেবানের আচরণ নিয়ে এরদোয়ান বলেন, আমরা আশা করি আফগানিস্তানের প্রত্যেকটি কাজে অংশ নেওয়ার সুযোগ পাবে নারীরা । যখনই আফগান নারীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও সক্রিয় হয়ে উঠবে, আমরা তালেবানকে সমর্থন করতে পারি। 

গত জুনে ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে কাবুল বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন এরদোয়ান। 

কিন্তু দুই রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক টানাপোড়েন রয়েছে। এরদোয়ান গত বৃহস্পতিবার স্বীকার করেছেন যে,  বাইডেনের সঙ্গে ভালো শুরু করতে পারেননি তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের সতর্কতার পরেও রাশিয়া থেকে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন এটিকে পশ্চিমা জোটের জন্য হুমকি হিসেবে দেখছে। 

যুক্তরাষ্ট্রের সতর্কতা উপেক্ষা করে তুরস্ক দ্বিতীয়বারের মতো রাশিয়া থেকে মিসাইল প্রতিরক্ষা কিনবে জানিয়ে এরদোয়ান বলেন, ভবিষ্যতে, আমরা কোনো  ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার ইস্যুতে  কাউকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। 

দুই সপ্তাহ পেরোতেই উ. কোরিয়ায় আবারও নিষিদ্ধ বিদেশি পর্যটকেরা

নিজ দেশেই বোমাবর্ষণ করল দ. কোরিয়ার বিমানবাহিনী!

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর