Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে বন্দুকধারীদের হামলা, নিহত ৪ 

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে বন্দুকধারীদের হামলা, নিহত ৪ 

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মাদির বাড়িতে বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে চারজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার কাবুলের সুরক্ষিত গ্রিন জোনে এই হামলা চালানো হয়। তবে হামলার সময় আফগান প্রতিরক্ষামন্ত্রী বাড়িতে ছিলেন না। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর  বিসমিল্লাহ খান মোহাম্মাদির পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। 

জানা গেছে, বন্দুকধারীরা গুলির পাশাপাশি একটি গাড়ি বোমা হামলাও চালান। আফগানিস্তানের বিভিন্ন এলাকা যখন বিদ্রোহীগোষ্ঠী তালেবানদের দখলে যাচ্ছে তখনই এমন হামলা চালানো হলো। 

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, হামলায় চারজন নিহত হয়েছেন। এদিকে ইতালির মেডিকেল দাতব্য সংস্থা ইমার্জেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় ১১ জন আহত হয়েছেন এবং চারজন মারা গেছেন। 
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, নিহতেরা সবাই হামলাকারী ছিল। 

 হামলার পর একটি টুইট বার্তায় আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মাদি বলেন, চিন্তা করবেন না। সবকিছু ঠিক আছে। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলাটি তালেবানদের হামলার 'সমস্ত বৈশিষ্ট্য' বহন করে। 

জানা গেছে,  এই হামলার কয়েক ঘণ্টা পর আফগান জনগণ তালেবান প্রতিরোধে কাবুলের রাস্তায় নেমে আসেন।

ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশি

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী এক পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

হারানো শহর ফিরে পেতে মরিয়া মিয়ানমারের চিন রাজ্যের বিদ্রোহীরা

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে