Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

ছয় মাসেই তালেবান ঠেকানোর ঘোষণা

অনলাইন ডেস্ক

ছয় মাসেই তালেবান ঠেকানোর ঘোষণা

যুক্তরাষ্ট্র ও ন্যাটো সৈন্যরা আফগানিস্তান ছাড়তে না ছাড়তেই দেশটিকে নিজেদের আয়ত্তে নিতে মরিয়া হয়ে উঠেছে তালেবান বাহিনী। ইতিমধ্যেই তারা দেশটির বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করেছে। তবে অগ্রসরমাণ তালেবানদের ঠেকাতে নতুন নিরাপত্তা পরিকল্পনার প্রস্তাব এনেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। গতকাল আফগানিস্তানের সংসদে এ প্রস্তাব আনেন তিনি। তবে তিনি কী ধরনের নিরাপত্তা পরিকল্পনা  করেছেন, তা প্রকাশ করা হয়নি।

আফগান সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানে সরকারি বাহিনী ও তালেবানদের সংঘর্ষের কারণে বর্তমানে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় তিনটি প্রদেশ চরম নিরাপত্তা সংকটে আছে।

তবে নতুন নিরাপত্তা পরিকল্পনা প্রস্তাব এনে প্রেসিডেন্ট আশরাফ ঘানি দাবি করেছেন, আগামী ছয় মাসের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেবে তাঁর সরকার। তাঁর নিরাপত্তা পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

আশরাফ ঘানির মতে, বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে মূলত দেশটি থেকে আন্তর্জাতিক বাহিনীর হঠাৎ সরে যাওয়ার কারণে।

নিজের নিরাপত্তা পরিকল্পনায় আস্থা রাখার জন্য তিনি সংসদের দুই কক্ষের প্রতিই আহ্বান জানান। আশরাফ ঘানির নিরাপত্তা প্রস্তাবের পরই আফগান সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেন। দেশের জন্য যাঁরা লড়াই করছেন, সব সময় তাঁদের পাশে থাকারও ঘোষণা দেন তাঁরা। তবে আশরাফ ঘানির নিরাপত্তা প্রস্তাবের পর এটি ‘আজেবাজে কথা’ বলে বিবৃতি দিয়েছে তালেবান বাহিনী।

ক্রিকেটার পরিচয়ে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশি

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী এক পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

হারানো শহর ফিরে পেতে মরিয়া মিয়ানমারের চিন রাজ্যের বিদ্রোহীরা

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে