Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে তালেবানদের হাতে আটক ৮ বিদেশি

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে তালেবানদের হাতে আটক ৮ বিদেশি

গত দুই মাসে আফগানিস্তানে বিভিন্ন ঘটনায় অন্তত আটজন পশ্চিমা নাগরিককে তালেবানরা আটক করেছে। তবে তাঁদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে সাতজন ব্রিটিশ এবং এজন মার্কিন নাগরিক রয়েছেন। আফগানিস্তানে বসবাসকারী পশ্চিমাদের বিরুদ্ধে তালেবানদের তৎপরতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

এদিকে আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ তালেবানের বিরুদ্ধে নয়জন পশ্চিমা নাগরিককে অপহরণ করার অভিযোগ করেছেন। টুইটারে নিজের অ্যাকাউন্টে তিনি লিখেছেন, তালেবানরা অন্তত নয়জন পশ্চিমা নাগরিককে অপহরণ করেছে। এর মধ্যে বিবিসির সাংবাদিক অ্যান্ড্রু নর্থ এবং সিএনএনের সাংবাদিক পিটার জুভেনাল রয়েছেন। এঁরা দুজনই ব্রিটিশ নাগরিক।

তবে কী কারণে এই নাগরিকদের আটক করা হয়েছে তা স্পষ্ট নয়। জুভেনালের আটকের বিষয়টি তাঁর পরিবার এবং বন্ধুরা সিএনএনকে নিশ্চিত করেছে। 

পিটার জুভেনাল ছিলেন ব্রিটিশ-জার্মান দ্বৈত নাগরিক। তাঁর পরিবারের সদস্যরা বলেছেন, পিটার একজন ফ্রিল্যান্স সাংবাদিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারী হিসেবে চল্লিশ বছরেরও বেশি সময় আফগানিস্তানে যাওয়া-আসা করছিলেন। তিনি একজন মুসলিম এবং একজন আফগান নারীকে বিয়ে করেছেন। তাঁদের তিনটি মেয়ে আছে। তিনি অন্য যেকোনো বিদেশির চেয়ে আফগানিস্তানকে ভালোভাবে চেনেন। তাঁকে কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়েছে। এমনকি তাঁর পরিবার বা আইনজীবীরাও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। 

পিটারের পরিবার মনে করছে, তাঁকে ভুলক্রমে আটক করা হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) দায়িত্বে উত্তর আফগানিস্তানে চাকরি করতেন অ্যান্ড্রু নর্থ। গত শুক্রবার ইউএনএইচসিআর তাঁর পরিস্থিতি সম্পর্কে টুইটারে লিখেছে, ‘আমরা অন্যদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। এ ব্যাপারে আমরা আর কোনো মন্তব্য করতে রাজি নই।’

ফুলের মতো দেখালেও এটি পৃথিবীর জন্য ভয়ংকর বিপদের বার্তা!

যেমন খুশি চুল রাখার অনুমতি পেল থাইল্যান্ডের ছাত্রছাত্রীরা

বিধিনিষেধে এআই-এর সঙ্গে নকল বন্ধুত্বের সম্পর্কে জড়াচ্ছে আফগান নারীরা

গুলি খাওয়ার ১৩ বছর পর গোপনে পাকিস্তানের নিজ গ্রামে মালালা

দুই সপ্তাহ পেরোতেই উ. কোরিয়ায় আবারও নিষিদ্ধ বিদেশি পর্যটকেরা

নিজ দেশেই বোমাবর্ষণ করল দ. কোরিয়ার বিমানবাহিনী!

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই