Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

এরদোয়ানকে ‘অপমান’, নারী সাংবাদিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

এরদোয়ানকে ‘অপমান’, নারী সাংবাদিক গ্রেপ্তার

এক টিভি সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘অপমান’ করায় এক নারী সাংবাদিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সেদেফ কাবাস নামের ওই সাংবাদিককে রোববার একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

গত শুক্রবার দেশটির বিরোধীদের মুখপাত্র বলে পরিচিত টেলিভিশন চ্যানেল ‘টেলি ওয়ান’-এ দেওয়া এক সাক্ষাৎকারের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। 

তুর্কি প্রেসিডেন্টের নাম সরাসরি উল্লেখ না করে ওই সাংবাদিক জনপ্রিয় কিছু তুর্কি বাগধারা ব্যবহার করেন। সেদেফ বলেন, ‘মুকুট পরলে মানুষ জ্ঞানী হয়, কিন্তু আমরা দেখছি তা আসলে সত্য না’। এরদোয়ানের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী হিসেবে টানা ২০ বছর ক্ষমতায় থাকাকে ইঙ্গিত করে তিনি এই কথা বলেন। 
তিনি আরও বলেন, ‘গবাদিপশু রাজপ্রাসাদে প্রবেশ করলেই সে রাজা হয় না, কিন্তু তখন রাজপ্রাসাদকে তার কাছে গোয়ালঘর মনে হয়’। 

গ্রেপ্তারের পর শনিবার সকালে প্রথমে তাকে স্থানীয় পুলিশ স্টেশনে নেওয়া হয় এবং সেখান থেকে তাকে ইস্তাম্বুলের একটি আদালতে নেওয়া হয়। 

এদিকে, কাবাসের আইনজীবী উগুর পয়রাজ তাঁর টুইটার পেইজে লিখেন, ‘আমি ঘোষণা দিচ্ছি যে, এই বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।’ 

দুই সপ্তাহ পেরোতেই উ. কোরিয়ায় আবারও নিষিদ্ধ বিদেশি পর্যটকেরা

নিজ দেশেই বোমাবর্ষণ করল দ. কোরিয়ার বিমানবাহিনী!

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর