বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্ব জুড়ে বাড়ছে শঙ্কা। রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮৩০ জনের। আজ সোমবার মস্কো টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১ কোটি ৬ লাখ ৬৬ হাজার ৬৭৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ১৬ হাজার ৯০৪ জন।
এর আগে গতকাল রোববার মস্কো টাইমস জানায়, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ২৪৬ জনের। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৬৩ জনের।
উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৩০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার ৫৪৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ লাখ ৭ হাজার ৫৪০ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৩০৮ জন।