Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

তালেবানের সঙ্গে আলোচনা ছাড়া আর কোনো বিকল্প নেই: ইইউ

অনলাইন ডেস্ক

তালেবানের সঙ্গে আলোচনা ছাড়া আর কোনো বিকল্প নেই: ইইউ

তালেবান সরকারের সঙ্গে আলোচনা ছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সামনে আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার স্ট্র্যাসবার্গে ইউরোপীয় আইনসভাকে বোরেল জানান, আফগানিস্তানের নতুন শাসকদের সঙ্গে আলোচনা ছাড়া ইইউয়ের হাতে আর কোনো বিকল্প নেই। জোটের সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাবুলে নিজেদের কূটনৈতিক উপস্থিতির বিষয়ে ব্রাসেলস কাজ করবে বলেও তিনি জানান।

জোসেপ বোরেল বলেন, আফগানিস্তানের সংকট এখন শেষ হয়নি। সেখানকার ঘটনায় প্রভাব রাখতে হলে আমাদের সামনে তালেবানের সঙ্গে আলোচনা ছাড়া আর কোনো বিকল্প নেই।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরই ইইউভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছিলেন, কিছু বিশেষ শর্ত রক্ষা করা হলেই কেবল তারা আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে। এর মধ্যে মানবাধিকার, বিশেষত নারী অধিকারের বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এ বিষয়ে বোরেল বলেন, ‘মানবাধিকার নিয়ে আলোচনার কথা বলাটা পুরোপুরি বিরোধপূর্ণ মনে হলেও এই বিষয়টি আলোচনায় আমাদের তুলতেই হবে।’ 

আইনসভায় দেওয়া বক্তব্যে জোসেপ বোরেল বলেন, তালেবান সুযোগ দিলে বহু মানুষ আফগানিস্তান ছাড়তে পারে। সে ক্ষেত্রে ইউরোপের উচিত হবে প্রস্তুত থাকা। যদিও তিনি ব্যক্তিগতভাবে ২০১৫ সালে সিরিয়ায় গৃহযুদ্ধের সময় শুরু হওয়া অভিবাসী স্রোত আবার শুরু হোক, তেমনটা চান না। 

প্রসঙ্গত, ইউরোপীয় কমিশন এ বছর এবং আগামী বছর ৩০ হাজার আফগানকে পুনর্বাসনের জন্য ৩৫ কোটি ৫০ লাখ ডলারের একটি তহবিল গঠনের চেষ্টা করছে বলে জানিয়েছে। এ জন্য জোটভুক্ত দেশগুলো থেকে সহায়তাও চাওয়ার পরিকল্পনাও করছে তারা।

গত দুই মাসে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে

রূপপুর বিদ্যুৎকেন্দ্র চালু করা এ বছরের অগ্রাধিকার: রোসাটম প্রধান

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা, দেশীয় কোম্পানিগুলোর প্রস্তাব চেয়েছে রাশিয়া

ইউক্রেনে সুবিধাজনক অবস্থানে রাশিয়া, শান্তি আলোচনার নামে কালক্ষেপণে পুতিন

কুরস্কে ইউক্রেনীয়দের জন্য দুটি পথ খোলা, আত্মসমর্পণ অথবা মৃত্যু: পুতিন

যুদ্ধবিরতিতে পুতিন রাজি, তবে কিছু প্রশ্ন আছে তাঁর

কুরস্কে বড় জয় রাশিয়ার, বন্দী ৫ সেনাকে হত্যার অভিযোগ ইউক্রেনের

ট্রাম্পের ‘যুদ্ধবিরতি প্রস্তাব’ নাকচ রাশিয়ার

ইউক্রেনীয় সেনাদের হটাতে কুরস্কে অভিযান শেষ পর্যায়ে: রাশিয়া

ইউক্রেন যুদ্ধ বন্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতে যেসব শর্ত দিলেন পুতিন