Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের দনবাসে দুই মার্কিন নাগরিক নিহত

অনলাইন ডেস্ক

ইউক্রেনের দনবাসে দুই মার্কিন নাগরিক নিহত

পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে সম্প্রতি দুই মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কীভাবে ওই দুই নাগরিকের মৃত্যু হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।

মুখপাত্র বলেছেন, মার্কিন প্রশাসন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং দূতাবাস থেকে যত রকমের সহায়তা করা সম্ভব তা করা হচ্ছে।

এর আগে মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদককে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো ছাড়া আমাদের আর কিছু করার নেই।’

প্রায় পাঁচ মাস ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যদিও রাশিয়া এই যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ নাম দিয়েছে। অন্যদিকে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া বিনা প্ররোচনায় ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে।

কয়েকটি মার্কিন গণমাধ্যম জানিয়েছে, বেশ কিছু মার্কিন নাগরিক ইউক্রেনের বাহিনীকে সহায়তা করতে স্বেচ্ছায় যুদ্ধ করতে গেছেন। যুদ্ধ করতে গিয়ে গত মে মাসে এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

সম্প্রতি দনবাসে নিহত দুই মার্কিন নাগরিকও স্বেচ্ছায় যুদ্ধ করতে ইউক্রেনে গিয়েছিলেন কি না, সে ব্যাপারে কিছু জানায়নি মার্কিন প্রশাসন। নিহতের বিস্তারিত পরিচয়ও জানায়নি।

এদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত চারজন মার্কিন নাগরিক নিহত হলেন।

বেকার হওয়া গবেষকদের স্বাগত জানাবে ফ্রান্স

ইউরোপকে পরমাণু শক্তিধর করতে চান জার্মানির হবু চ্যান্সেলর

ট্রাম্প–জেলেনস্কি বিতর্কের পর ইউক্রেনে সিরিজ হামলা শুরু করেছে রাশিয়া, নিহত ২৫

ফরাসি চিকিৎসকের যৌন লালসার শিকার ৩০০ নারী-কিশোরী, বাদ যায়নি ছেলের বান্ধবীও

ইউক্রেনে অস্থায়ী যুদ্ধবিরতি নিয়েও আলোচনায় প্রস্তুত পুতিন, দিলেন যেসব শর্ত

রাশিয়ার কুরস্কে ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলেছে পুতিনের সেনারা

সব পুরুষকে যুদ্ধের প্রশিক্ষণ দেবে পোল্যান্ড

শটগান নিয়ে বিমানে ওঠার চেষ্টা, ধরে ফেললেন যাত্রীরা

জেলেনস্কিকে নিয়ে ইউরোপের নেতাদের শোডাউন, উত্তেজনা

আমেরিকা ‘ওয়ার্ল্ড অর্ডার’ ধ্বংস করছে: জালুঝনি