Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

সুনাক না মরডন্ট—কে হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জানা যেতে পারে আজই

অনলাইন ডেস্ক

সুনাক না মরডন্ট—কে হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জানা যেতে পারে আজই

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। তাই কনজারভেটিভ পার্টির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে মূল দুই প্রার্থী এখন ঋষি সুনাক এবং পেনি মরডন্ট। দেশটির সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ দুপুর দুইটা (বাংলাদেশ সময় রাত ৮ টা) নাগাদ দেশটির নতুন প্রধানমন্ত্রীর নাম জানা যেতে পারে। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, আজই কনজারভেটিভ পার্টির দলীয় প্রধান এবং ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হলে আগামী শুক্রবার অবধি অপেক্ষা করতে হবে। স্থানীয় সময় আজ দুপুর ২টা নাগাদ যারা দলীয় প্রধান হতে চান তাদের পক্ষে দলীয় অন্তত ১০০ জন এমপির সমর্থনসহ আবেদন দাখিল করতে হবে। 

সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক এরই মধ্যে প্রায় ১৬০ জন এমপির সমর্থন লাভ করেছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী পেনি মরডন্ট অনেক পিছিয়ে থেকে মাত্র ৩০ জন এমপির সমর্থন লাভ করেছেন। তবে বরিস জনসন দলীয় প্রধান হওয়ার তালিকা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় তাঁর অনুকূলে থাকা এমপিরা পেনি মরডন্টকে সমর্থন দিতে পারেন। বরিস জনসনের শাসনামলে দলের মধ্যে জনসনের কড়া সমালোচক ছিলেন পেনি। তারপরও বরিসের অনুকূলে থাকা এমপিরা পেনিকেই সমর্থন দিতে পারেন কারণ, তাদের অনেকেই মনে করেন সুনাকই বরিসের পতনের অন্যতম মূল কুশীলব।

পেনি মরডন্ট যদি ১০০ জন এমপির সমর্থন লাভে ব্যর্থ হন এবং ঋষি সুনাকের পক্ষে যদি ১৬০ জন এমপির সমর্থন বজায় থাকে তবে আজই ঘোষিত হতে পারে কনজারভেটিভ পার্টির নতুন দলীয় প্রধান এবং পরবর্তী প্রধানমন্ত্রীর নাম। তবে বিষয়টি নিশ্চিত করবেন দলটির ১৯২২ সদস্যের কমিটির প্রধান স্যার গ্রাহাম ব্র্যাডি। এই কমিটিই দলটির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে থাকে। 

আজই ঘোষিত হতে পারে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের নতুন বাসিন্দার নামপেনি মরডন্ট যদি কোনোভাবে ১০০ জন এমপির সমর্থন লাভ করেন তবে দলীয় প্রধান নির্বাচন দ্বিতীয় ধাপে গড়াবে। এই ধাপে দুই প্রার্থী দলীয় এমপিদের কাছে ভোট প্রার্থনা করবেন। আজ স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এই ভোটাভুটি অনুষ্ঠিত হবে। তবে এই পরিকল্পনা করা হয়েছিল। 

যাই হোক, দলীয় এমপিদের ভোটের (সমর্থনের) ব্যবধান যতই বেশি হোক না কেন তা সারা দেশের কনজারভেটিভ পার্টির দলীয় সদস্যদের ভোটের মাধ্যমে দলীয় প্রধান নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করবে না। তবে, ব্যবধান যদি বিশাল হয় তবে কম সমর্থন পাওয়া প্রার্থীর জন্য তা অবশ্যই চাপ সৃষ্টি করবে। সে ক্ষেত্রে কম সমর্থন পাওয়া প্রার্থী যদি নিজেকে প্রত্যাহার করে নেন তবে আজই নতুন দলীয় প্রধান নির্বাচিত হয়ে যাবেন। এর অন্যথা হলে দলীয় সদস্যদের ভোটই হবে চূড়ান্ত ধাপ। সে ক্ষেত্রে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর নাম জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী শুক্রবার পর্যন্ত। 

ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে কয়েক সপ্তাহের মধ্যে, ট্রাম্প ও মাখোঁর এক সুর

জাতিসংঘে রাশিয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের বিরল ভোট

শান্তিচুক্তির নামে ইউক্রেনের আত্মসমর্পণ কাম্য নয়: মাখোঁ

যুক্তরাষ্ট্র থেকে ‘স্বাধীনতা’ চান জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর

ট্রাম্পের শাসনে উল্টোরথে যুক্তরাষ্ট্র, ইউরোপজুড়ে উদ্বেগ

ইউক্রেনে সহায়তার চেয়ে রাশিয়ার তেল-গ্যাস কিনতে বেশি খরচ করেছে ইউরোপ

জার্মান পার্লামেন্ট নির্বাচনে জয়ী রক্ষণশীল জোট, চ্যান্সেলর হতে যাচ্ছেন ফ্রেডরিক মের্ৎস

বোমা হামলার হুমকি: রোমে মার্কিন ফ্লাইটের জরুরি অবতরণ

শান্তির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট পদ ছাড়তে প্রস্তুত জেলেনস্কি

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা