তালেবান যোদ্ধারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলের পর দেশটি থেকে পালিয়ে যাওয়া ২০ হাজার শরণার্থীকে আশ্রয় দিতে রাজি হয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী কয়েক বছরে ২০ হাজারের মতো শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাজ্য। প্রথম বছরে এমন পাঁচ হাজার শরণার্থীকে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া হবে যারা দেশটির হয়ে অনুবাদক বা অন্যান্য কাজ করেছেন। আর শরণার্থীদের নেওয়ার ক্ষেত্রে নারী এবং শিশুদেরকে বেশি গুরুত্ব দেওয়া হবে।
তালেবান যোদ্ধারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলের পর সেখানে অবস্থানরত মার্কিন নাগরিক ও আফগান সহযোগীদের নিয়ে এরই মধ্যে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। একাধিক দেশকে সাময়িক সময়ের জন্য কিছু লোককে আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশ এরই মধ্যে এ সংক্রান্ত মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তবে উগান্ডা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের অনুরোধে ২ হাজার আফগানকে সাময়িক আশ্রয় দেবে। পূর্ব আফ্রিকার দেশটির অবশ্য বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বেশ সুনাম রয়েছে। এরই মধ্যে দেশটি প্রায় ১৪ লাখ শরণার্থী নিয়েছে। এর মধ্যে বেশির ভাগই দক্ষিণ সুদানের। এদিকে আলবানিয়া এবং কসভোও যুক্তরাষ্ট্রের অনুরোধে আফগানদের অস্থায়ী আশ্রয় দিতে রাজি হয়েছে।