যুক্তরাষ্ট্রকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল ফ্রান্স। তাও প্রায় দেড়শ বছর হয়ে গেছে। তবে সম্প্রতি ফরাসি আইনপ্রণেতা রাফায়েল গ্লুকসম্যান সেই উপহার ফেরত চেয়েছেন। কারণ, তাঁর অভিযোগ—যুক্তরাষ্ট্র এখন স্বৈরশাসকদের পাশে দাঁড়াচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফ্রান্স থেকে নির্বাচিত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রাফায়েল গ্লুকসম্যান তাঁর মন্তব্যের মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, ১৮৮৬ সালে নিউইয়র্কে ফরাসি জনগণের উপহার হিসেবে স্থাপিত স্ট্যাচু অব লিবার্টি ফ্রান্সকে ফিরিয়ে দেওয়া উচিত, কারণ যুক্তরাষ্ট্র এখন স্বৈরশাসকদের পাশেই দাঁড়াচ্ছে।
গ্লুকসম্যান দলীয় এক সম্মেলনে বলেন, ‘আমাদের এখন আমেরিকানদের কাছে এটা বলতে হবে, আমাদের স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দাও। কারণ, তাঁরা স্বৈরশাসকদের পাশে দাঁড়ায়, স্বাধীনতা দাবি করায় গবেষককে চাকরি থেকে বের করে দেয়।’
ফরাসি এই আইনপ্রণেতা বলেন, ‘আমরা এটা তোমাদের উপহার হিসেবে দিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে তোমরা এটিকে অপমানিত করছ। তাই এটি নিজ বাড়িতে, এখানে (ফ্রান্সে) ভালো থাকবে।’ ফরাসি এই আইনপ্রণেতার মন্তব্য সম্ভবত যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে সাহায্য বন্ধ করার সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে করা।
যদিও যুক্তরাষ্ট্র এখন আবারও কিয়েভকে সহায়তা দেওয়া শুরু করেছে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার প্রতি কোমল মনোভাব, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য শক্তিশালী স্বৈরশাসকদের প্রশংসা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জনসমক্ষে অপমান ইউরোপজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
আরেকটি মন্তব্যে গ্লুকসম্যান প্রস্তাব করেন যে, যদি আমেরিকানরা ট্রাম্প প্রশাসনের কারণে চাকরি হারায় এবং তারা যদি অভিবাসন চায়, তবে ফ্রান্স তাদের স্বাগত জানাতে পারে। তিনি বলেন, ‘দ্বিতীয় যে বিষয়টি আমরা আমেরিকানদের বলব—যদি তোমরা সেরা গবেষকদের বের করে দিতে চাও, যদি সব মানুষের চাকরি কেড়ে নিতে চাও তবে যারা তাদের স্বাধীনতা, উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে তোমাদের দেশকে বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত করেছে, আমরা তাদের স্বাগত জানাব।’
গ্লুকসম্যানের মন্তব্যের বিষয়ে গতকাল সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ফরাসি এই আইনপ্রণেতা ‘নিম্ন-স্তরের রাজনীতিবিদ’ এবং দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের জন্যই ‘ফরাসিরা এখন জার্মান ভাষা বলছে না।’
যুক্তরাষ্ট্রকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল ফ্রান্স। তাও প্রায় দেড়শ বছর হয়ে গেছে। তবে সম্প্রতি ফরাসি আইনপ্রণেতা রাফায়েল গ্লুকসম্যান সেই উপহার ফেরত চেয়েছেন। কারণ, তাঁর অভিযোগ—যুক্তরাষ্ট্র এখন স্বৈরশাসকদের পাশে দাঁড়াচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফ্রান্স থেকে নির্বাচিত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রাফায়েল গ্লুকসম্যান তাঁর মন্তব্যের মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, ১৮৮৬ সালে নিউইয়র্কে ফরাসি জনগণের উপহার হিসেবে স্থাপিত স্ট্যাচু অব লিবার্টি ফ্রান্সকে ফিরিয়ে দেওয়া উচিত, কারণ যুক্তরাষ্ট্র এখন স্বৈরশাসকদের পাশেই দাঁড়াচ্ছে।
গ্লুকসম্যান দলীয় এক সম্মেলনে বলেন, ‘আমাদের এখন আমেরিকানদের কাছে এটা বলতে হবে, আমাদের স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দাও। কারণ, তাঁরা স্বৈরশাসকদের পাশে দাঁড়ায়, স্বাধীনতা দাবি করায় গবেষককে চাকরি থেকে বের করে দেয়।’
ফরাসি এই আইনপ্রণেতা বলেন, ‘আমরা এটা তোমাদের উপহার হিসেবে দিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে তোমরা এটিকে অপমানিত করছ। তাই এটি নিজ বাড়িতে, এখানে (ফ্রান্সে) ভালো থাকবে।’ ফরাসি এই আইনপ্রণেতার মন্তব্য সম্ভবত যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে সাহায্য বন্ধ করার সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে করা।
যদিও যুক্তরাষ্ট্র এখন আবারও কিয়েভকে সহায়তা দেওয়া শুরু করেছে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার প্রতি কোমল মনোভাব, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য শক্তিশালী স্বৈরশাসকদের প্রশংসা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জনসমক্ষে অপমান ইউরোপজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
আরেকটি মন্তব্যে গ্লুকসম্যান প্রস্তাব করেন যে, যদি আমেরিকানরা ট্রাম্প প্রশাসনের কারণে চাকরি হারায় এবং তারা যদি অভিবাসন চায়, তবে ফ্রান্স তাদের স্বাগত জানাতে পারে। তিনি বলেন, ‘দ্বিতীয় যে বিষয়টি আমরা আমেরিকানদের বলব—যদি তোমরা সেরা গবেষকদের বের করে দিতে চাও, যদি সব মানুষের চাকরি কেড়ে নিতে চাও তবে যারা তাদের স্বাধীনতা, উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে তোমাদের দেশকে বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত করেছে, আমরা তাদের স্বাগত জানাব।’
গ্লুকসম্যানের মন্তব্যের বিষয়ে গতকাল সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ফরাসি এই আইনপ্রণেতা ‘নিম্ন-স্তরের রাজনীতিবিদ’ এবং দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের জন্যই ‘ফরাসিরা এখন জার্মান ভাষা বলছে না।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির দক্ষিণ আফ্রিকা সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক এক নতুন মোড় নিয়েছে। একসময় এই সম্পর্ক বেশ শীতল ছিল। আফ্রিকায় রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় এই সফরটি ইউক্রেনের কূটনৈতিক প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
১৩ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে আরও কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। বুধবার একাধিক কঠোর পদক্ষেপ ঘোষণার পর আজ বৃহস্পতিবার আরও বড় পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। এবার পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা সব ধরনের ভিসা বাতিল ও নতুন ভিসা পরিষেবা
২৮ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির নাম প্রকাশ করেছে। এই হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। পুলিশ সন্দেহভাজনদের মধ্যে দুজনকে পাকিস্তানি নাগরিক হিসেবে শনাক্ত করেছে। এ ছাড়া তাঁদের গ্রেপ্তারে সহায়তা করলে বা ধরিয়ে দিতে পারলে ২০ লাখ রুপি পুরস্কার ঘোষ
২ ঘণ্টা আগেফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজার ৯০ শতাংশ বাড়িই হয় ধ্বংস হয়েছে, নয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত, গাজায় দেড় বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলার কারণেই, এই পরিস্থিতি তৈরি হয়েছে। জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর-ওসিএইচএ এর তথ্যের বরাত দিয়ে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম।
৩ ঘণ্টা আগে