হোম > বিশ্ব > ইউরোপ

করোনার সংক্রমণ বাড়ায় অস্থায়ী হাসপাতাল চালু করছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় মাঠে অস্থায়ী হাসপাতাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। আজ বৃহস্পতিবার দেশটি ন্যাশনাল হেলথ সার্ভিসের(এনএইচএস) পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের সংক্রমণে যুক্তরাজ্যে হু হু করে বাড়ছে করোনা রোগী। দেশটিতে গতকাল বুধবারও একদিনে এক লাখ ৮৩ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়।

 যুক্তরাজ্যের এনএইচএসের পক্ষ থেকে বলা হয়,  এই সপ্তাহ থেকে লন্ডন, ব্রিস্টল এবং লিডসসহ শহরগুলোর আটটি হাসপাতালের খোলা মাঠে অস্থায়ী হাসপাতালের কাঠামো তৈরি করা শুরু হবে।  প্রতিটি হাসপাতালে প্রায় ১০০ জন রোগী রাখার জন্য ডিজাইন করা হয়েছে।

 যুক্তরাজ্যের ন্যাশনাল মেডিকেলের পরিচালক স্টিফেন পোভিস বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এনএইচএস এখন যুদ্ধের পর্যায়ে রয়েছে। 

অতিরিক্ত শয্যাগুলো এমন রোগীদের জন্য বিপুলসংখ্যক করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করার জন্য তৈরি করা হচ্ছে ।    

গতকাল বুধবার যুক্তরাজ্যে ১০ হাজারের বেশি রোগী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  গত মার্চের পর গতকাল বুধবারই যুক্তরাজ্যে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।  

ইউরোপে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার ৮৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

রাশিয়ায় জনসংখ্যা বাড়াতে নারীদের মিনি স্কার্ট পরার পরামর্শে শোরগোল

ইউরোপকে নতুন বিশ্বব্যবস্থার জন্য প্রস্তুত হতে বললেন উরসুলা

পালানোর সময় কৌতুক অভিনেতাকে ধরে ফেলল রাশিয়া

নায়ক নাকি রাশিয়ার চর, বিলিয়নিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে বিভক্ত জর্জিয়া

কোকাকোলা থেকে কোলগেট, মার্কিন পণ্য বর্জনের ডাক উঠেছে ইউরোপজুড়ে

স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি আইনপ্রণেতা, একহাত নিল হোয়াইট হাউস

চাকরি ছাড়তে চান ২৫ শতাংশ তরুণ কর্মী

এক ইউরোতে বাড়ি বিক্রির নতুন ঘোষণা দিল ইতালির পেন্নে শহর

রাশিয়ার কুরস্ক থেকে রাতের আঁধারে যে কৌশলে পালাচ্ছে ইউক্রেনের সেনারা

বাড়ি থেকে বিমানবন্দর, ১৫ মিনিটের উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করছে ‘ভার্জিন’