রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৭৫ জনের মৃত্যু হয়েছে। গত একদিনে দেশটিতে ৩৭ হাজার ৬৭৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ শনিবার রুশ সরকারের করোনাভাইরাস টাস্ক ফোর্সের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
করোনার সংক্রমণ বাড়ায় আগামী সপ্তাহ থেকে রাশিয়ায় ছুটি শুরু হচ্ছে।
রাশিয়ায় করোনার সংক্রমণ বাড়ার পেছনে জনগণের ভ্যাকসিন না দেওয়ার প্রবণতাকে দুষছে সরকার। দেশটির সরকারের তথ্য অনুযায়ী, মাত্র ৩৬ শতাংশ রাশিয়ান এ পর্যন্ত স্পুতনিক টিকার পূর্ণ ডোজ নিয়েছেন।
রাশিয়ায় এ পর্যন্ত করোনায় ২ লাখ ২৯ হাজার ৫২৮ জনের মৃত্যু হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। দেশটিতে এ পর্যন্ত ৮২ লাখ ৫ হাজার ৯৮৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।