Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

২০০ যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত রাশিয়া ইউক্রেন

অনলাইন ডেস্ক

২০০ যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত রাশিয়া ইউক্রেন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশই ২০০ জন যুদ্ধবন্দী বিনিময়ে সম্মত হয়েছে। বিগত সাত মাস ধরে চলা যুদ্ধে দুই দেশের মধ্যে এটিই সবচেয়ে বড় যুদ্ধবন্দী বিনিময়। যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান এই কথা বলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

উজবেকিস্তানের প্রাচীন শহর সমরখন্দে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের এক সপ্তাহের মাথায় এরদোয়ান এই বক্তব্য জানালেন। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) এক সম্মেলনে এই দুই নেতা বৈঠক করেন। 

এরদোয়ান যুদ্ধবন্দী বিনিময়ের বিষয়টি নিশ্চিত করলেও এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। এমনকি কোন পক্ষ থেকে কতসংখ্যক যুদ্ধবন্দী বিনিময় করা হবে, সেই বিষয়েও কিছু জানাননি। মার্কিন টেলিভিশন পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে এরদোয়ান বলেছেন, ‘উভয় পক্ষের মধ্যে চুক্তির ভিত্তিতে দুই শতাধিক যুদ্ধবন্দী বিনিময় করা হবে। আমি মনে করি, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি যথাযথভাবে এগিয়ে নেওয়া হবে।’ 

ন্যাটো জোটভুক্ত দেশ তুরস্ক এরই মধ্যে ইউক্রেন ইস্যুতে দ্বান্দ্বিক অবস্থান নিয়েছে। দেশটি একদিকে ইউক্রেনকে যেমন বিভিন্ন ধরনের ড্রোন সরবরাহ করছে অপরদিকে পশ্চিমা বিশ্ব কর্তৃক রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞারও বিরোধিতা করেছে। রাশিয়া শিগগিরই যুদ্ধ শেষ করতে চায় এমন বিষয়ে এরদোয়ান বলেছিলেন, তিনি পুতিনের মধ্যে যুদ্ধ শেষ করার মনোভাব দেখতে পেয়েছেন। 

এরদোয়ান বলেছেন, ‘আমাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে এবং তিনি (পুতিন) আমাকে জানিয়েছেন যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব এটি (যুদ্ধ) শেষ করতে ইচ্ছুক। আমারও বিষয়টি এমনই মনে হয়েছে। কিন্তু এই যুদ্ধ নিয়ে বিষয়গুলো যেভাবে ঘটছে তা বেশ সমস্যাযুক্ত।’ তবে এরদোয়ান এ-ও বলেছেন যে রাশিয়া ইউক্রেনের যে জায়গাগুলো দখল করেছে, সেগুলো ফিরিয়ে দেওয়ার বিষয়টিও আলোচনায় আনতে হবে। কারণ, যেকোনো দীর্ঘমেয়াদি শান্তির জন্য এই বিষয়টির সমাধান প্রয়োজন। 

যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বন্ধ করায় কতটা বিপদে পড়বে ইউক্রেন

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

ট্রাম্পের শুল্কনীতিতে চটেছে কানাডা-মেক্সিকো, মার্কিন পণ্য বর্জন ও পাল্টা কর আরোপের সিদ্ধান্ত

ইউরোপে উগ্র ডানপন্থার জোয়ারে ভাসছে মাস্ক, মাশুল গুনছে টেসলা

জেলেনস্কি ‘অনুতপ্ত’, ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত

সার্বিয়ায় দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ: পার্লামেন্টে স্মোক গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ল বিরোধীরা

যুদ্ধে ইউক্রেনের খরচ কত, কোন দেশ কত দিল

রাশিয়ার ২১০ বিলিয়ন ডলার বাজেয়াপ্ত করার পথে ইউরোপ

ইউক্রেনে সব সামরিক সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইউরোপে আশ্রয়: আবেদনের তালিকায় বাংলাদেশিদের রেকর্ড