গত সোমবার মধ্যরাতে মার্কিন সেনাদের বহন করা শেষ ফ্লাইটটি কাবুল বিমানবন্দর ছেড়ে যায়। মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটে। এই ২০ বছরে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে কিছুই অর্জন করতে পারেনি। তাঁদের অর্জনের খাতা ‘শূন্য’। এমনটিই বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আজ বুধবার রাশিয়ার পূর্বাঞ্চলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তরুণদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে ভ্লাদিমির পুতিন এসব কথা বলেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন বলেন, ‘আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র দুঃখ ছাড়া আর কিছুই অর্জন করেনি। এই দুঃখ শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয় এটি আফগান ভূখণ্ডে বসবাসকারীদের জন্যও।’
পুতিন আরও বলেন, ‘বাইরের দেশ থেকে এসে আরেক দেশে নিজেদের মূল্যবোধ চাপিয়ে দেওয়া অসম্ভব।’
উল্লেখ্য, রাশিয়া এ পর্যন্ত কয়েকশ মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে এনেছে। পুতিনের বিশেষ প্রতিনিধি জমির কাবুলভ গত সপ্তাহে বলেন, মস্কোর দূতাবাস তালেবান নেতাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য কাজ করছে।