হোম > বিশ্ব > ইউরোপ

প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য: জনসন

অনলাইন ডেস্ক

তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রয়োজনে যুক্তরাজ্য তালেবানের সঙ্গে কাজ করবে। আজ শুক্রবার গণমাধ্যমকে তিনি এমনটি জানান। 

 যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জনসন বলেন, আমি জনগণকে আশ্বস্ত করে যা বলতে চাই তা হচ্ছে, আফগানিস্তান সমস্যার একটি সমাধান খুঁজে বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি তালেবানের সঙ্গে কাজ করার প্রয়োজন তাহলে অবশ্যই করব।

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে অবহেলা করার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। তাঁর পক্ষসমর্থন করেও এদিন কথা বলেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। 

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বিরুদ্ধে অভিযোগ, তালেবান কাবুল দখলে অগ্রসর হওয়ার সময়টিতে তিনি আফগানিস্তানে ব্রিটিশদের হয়ে কাজ করা আফগান নাগরিকদের সহায়তা করার বিষয়টিতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছেন। তা ছাড়া, ছুটিতে গিয়ে এক সপ্তাহেরও বেশি সময় অধীনস্থদের হাতে বেশির ভাগ কাজের দায়িত্ব দিয়ে উধাও হয়ে ছিলেন তিনি। গত রোববার তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতনের দিনেই কেবল ছুটি কাটিয়ে ফিরতে দেখা যায় রাবকে। 

এরপরও পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের ওপর যুক্তরাজ্যের সরকারের আস্থা আছে কি–না  তা জানতে চাওয়া হলে জনসন বলেন, অবশ্যই। 

যুক্তরাজ্যে সরকার জানিয়েছে, গত শনিবার থেকে এ পর্যন্ত ১ হাজার ৬১৫ কে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৯৯ জন ব্রিটিশ নাগরিক ও তাদের পরিবার পরিজন, ৩২০ জন দূতাবাসের কর্মী এবং ৪০২ জন আফগান। 

বাড়ি থেকে বিমানবন্দর, ১৫ মিনিটের উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করছে ‘ভার্জিন’

ডিজিটাল থেকে কেন হঠাৎ কাগুজে মুদ্রায় ফিরছে সুইডেন, নরওয়ে

ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটানো যুদ্ধটির অজানা কাহিনি

নর্থ মেসিডোনিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ৫১

ইউক্রেন যুদ্ধ শেষে রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা উচিত ইউরোপ-আমেরিকার: ন্যাটো মহাসচিব

ট্রাম্পের অনুরোধের পর ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের

গত দুই মাসে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে

রূপপুর বিদ্যুৎকেন্দ্র চালু করা এ বছরের অগ্রাধিকার: রোসাটম প্রধান

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা, দেশীয় কোম্পানিগুলোর প্রস্তাব চেয়েছে রাশিয়া

ইউক্রেনে সুবিধাজনক অবস্থানে রাশিয়া, শান্তি আলোচনার নামে কালক্ষেপণে পুতিন