করোনার নতুন ধরন ডেলটার প্রকোপে রাশিয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। টানা পঞ্চম দিনের মতো দেশটিতে করোনায় সর্বাধিক মৃত্যুর রেকর্ড হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬৯৭ জন। করোনা মহামারি শুরুর পর থেকে এটিই এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
মস্কো টাইমস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৪৩৯ জন। গত জানুয়ারির পর যা দৈনিক আক্রান্তের রেকর্ড।
রাশিয়ায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাজধানী মস্কো। শুধু মস্কোতেই গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১১৬ জন।
মস্কোর মেয়র সের্গেই সোবানিন জানিয়েছেন, রাশিয়ার রাজধানীতে শনাক্ত হওয়া করোনা রোগীদের ৯০ শতাংশের মধ্যে ডেলটা ধরন পাওয়া গেছে। এই ধরনটি ভারতে প্রথম শনাক্ত হয়। এদিকে গতকাল বুধবার রুশদের স্পুতনিক ভি টিকা নেওয়ার জন্য জোর আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়া সেপ্টেম্বরের মধ্যে দেশটির ৬০ শতাংশ মানুষকে টিকার পূর্ণ ডোজ দেওয়ার লক্ষ্য স্থির করেছিল। তবে এই সপ্তাহের শুরুতে দেশটির সরকার স্বীকার করে যে তারা ওই সময়ের মধ্যে এই পরিমাণ ভ্যাকসিন দিতে পারবে না। এদিকে রাশিয়ার মানুষজনও করোনার টিকা নিতে নিতে অনীহা প্রকাশ করেছেন। একটি জরিপে দেখা গেছে দেশটির শতাংশ মানুষের টিকা নেওয়া পরিকল্পনা নেই।
উল্লেখ্য, ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী রাশিয়ায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৮৫ হাজার ৭৯ জন আর মোট মারা গেছেন ১ লাখ ৩৭ হাজার ২৬২ জন।