হোম > বিশ্ব > ভারত

ছেলেকে মারতে এসে মায়ের ধাওয়া খেয়ে পালাল ৩ আক্রমণকারী

অনলাইন ডেস্ক

ভারতের মহারাষ্ট্র রাজ্যে ছেলেকে মারতে এসেছিল তিন আক্রমণকারী। কিন্তু মায়ের সাহসিকতায় এ যাত্রায় প্রাণে বেঁচে গেছেন সেই ছেলে। স্থানীয় সময় গতকাল রোববার মহারাষ্ট্রের কোলাপুরের জয়সিংহপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ঘটনাস্থলে থাকা একটি সিসিটিভিতে পুরো বিষয়টি ধরা পড়েছে। ভিডিও থেকে দেখা যায়, মোটরসাইকেল আরোহী এক ব্যক্তিতে প্রকাশ্য দিবালোকে তলোয়ার হাতে মারতে আসেন তিন ব্যক্তি। কিন্তু তাঁরা সফল হননি। আক্রান্ত ব্যক্তির বৃদ্ধা মায়ের তৎপরতার কাছে হার মেনে পালিয়ে যান ওই তিন ব্যক্তি। 

ভিডিও থেকে দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলে বসা অবস্থায় তাঁর মায়ের সঙ্গে কথা বলছেন। তাঁর মা পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি স্কুটারে করে আসে তিন ব্যক্তি। তাঁদের একজন মোটরসাইকেলে বসা ব্যক্তির পিঠে তলোয়ার দিয়ে হামলা চালান। যদিও সেই আঘাত তাঁর গায়ে লাগেনি। অল্পের জন্য বেঁচে যান তিনি। 

এর পরপরই আক্রান্ত ব্যক্তির মা ঘটনাস্থল থেকে পাথর কুড়িয়ে আক্রমণকারীদের লক্ষ্য করে নিক্ষেপ করতে থাকেন। মোটরসাইকেল ছেড়ে দিয়ে সেই ব্যক্তিও মায়ের সঙ্গে যোগ দেন। পরে অবস্থা বেগতিক দেখে সেই তিন ব্যক্তি ঘটনাস্থল ছেড়ে পালান। 

পুলিশ জানিয়েছে, মূলত আক্রমণকারী তিন ব্যক্তির সঙ্গে আক্রান্ত ব্যক্তির বাগ্‌বিতণ্ডা হয়েছিল। সেই ঘটনার সূত্র ধরেই ওই ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় আক্রান্ত ব্যক্তির বাবা শহরের বাইরে ছিলেন। তবে এই ঘটনায় কোনো মামলা বা কাউকে আটক করা হয়েছে কি না তা জানায়নি পুলিশ।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন