Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

করোনার ডেলটা ধরন প্রতিরোধ করতে পারে জনসনের টিকা 

অনলাইন ডেস্ক

করোনার ডেলটা ধরন প্রতিরোধ করতে পারে জনসনের টিকা 

ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ডেলটা প্রতিরোধ করতে সক্ষম জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটির পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটি বলা হয়েছে। জানা গেছে, দুটি গবেষণার ফলের ওপর ভিত্তি করে এমনটি জানিয়েছে জনসন অ্যান্ড জনসন। 

কোম্পানিটি আটজনের রক্তে পরীক্ষা চালিয়ে দেখেছে যে এই ভ্যাকসিন তাঁদের রক্তে ডেলটা ভ্যারিয়েন্ট প্রতিরোধে খুবই কর্যকর। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বেথ ইসরায়েল ডিকনেস মেডিকেল সেন্টারে আরেকটি গবেষণায় রোগ প্রতিরোধক্ষমতার স্থায়িত্ব নিয়ে ২০ জনের ওপর গবেষণা হয়। 

এ নিয়ে জনসন অ্যান্ড জনসনের সংস্থাটি বিবৃতিতে দাবি করেছে, তাদের ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকর। আর এই ভ্যাকসিন নিলে করোনা মারাত্মক হবে না বা হাসপাতালে ভর্তিরও খুব একটা দরকার হবে না। 

পুরো বিশ্বে দাপট দেখাচ্ছে করোনার ডেলটা ধরন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রেও এটি দাপট চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। 

এক সাক্ষাৎকারে জনসন অ্যান্ড জনসনের সংক্রামক রোগ ও ভ্যাকসিন বিভাগের প্রধান জোহান ভ্যান হুফ বলেন, `আমরা খুব খুশি। আমরা আত্মবিশ্বাসী যে এই মুহূর্তে আমাদের ভ্যাকসিনের বুস্টার ডোজ লাগবে না এবং এটি করোনার বিভিন্ন ধরনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।'

কোম্পানিটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাদের টিকা নেওয়ার ২৯ দিনের মধ্যে ডেলটা ধরনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। সময় বাড়লে এই প্রতিরোধক্ষমতা আরও বাড়ে। 

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

ভারতের শেয়ারবাজারে ট্রিলিয়ন ডলারের ধস, লাখো মধ্যবিত্তের মাথায় হাত

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে

গঙ্গা পানিবণ্টন চুক্তি: কলকাতায় বাংলাদেশি প্রতিনিধি দল, বৈঠক ৭ মার্চ

২০৫০–এর মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত: গবেষণা