কলকাতার ঐতিহ্যমণ্ডিত ভিক্টোরিয়া মেমোরিয়ালে ড্রোন উড়িয়ে গ্রেপ্তার হয়েছে দুই বাংলাদেশি যুবক। তাদের নাম মোহাম্মদ শিফাত ও মোহাম্মদ জিল্লুর রহমান। ভিক্টোরিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতের আধা-সামরিক বাহিনীর সদস্যরা বুধবার তাদের আটক করে কলকাতা পুলিশের হাতে তুলে দেয়।
আটককৃতেরা জানিয়েছেন, ভিক্টোরিয়া ড্রোন ওড়ানোর নিষেধাজ্ঞার বিষয়ে কিছুই জানতেন না।
অন্যদিকে কলকাতা পুলিশ সূত্রে বলা হয়েছে ড্রোনের সাহায্যে ক্যামেরায় তোলা ছবি তাঁরা খতিয়ে দেখছেন। আটকৃতদের জেরা করা হচ্ছে। পুলিশের বক্তব্য অনুযায়ী আটককৃত দুই বাংলাদেশের বাড়ির রাজশাহী জেলার বাঘা এলাকায়।
ভিক্টোরিয়া পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হলেও পাশেই রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ফোর্ট উইলিয়াম-সহ একাধিক স্থাপনা। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। তার আগে জঙ্গি হামলার ভয়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। এই অবস্থায় ভিক্টোরিয়ায় ড্রোন-ক্যামেরাসহ দুই বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে কলকাতা পুলিশ।