Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

২০২৪ সালে ক্ষমতায় এলে স্বৈরাচার হয়ে যাবে বিজেপি: মমতা

২০২৪ সালে ক্ষমতায় এলে স্বৈরাচার হয়ে যাবে বিজেপি: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমান করছেন, আগামী ডিসেম্বরেই ভারতে লোকসভা নির্বাচন পরিচালনা করতে পারে বিজেপি। তিনি দাবি করেন, প্রচারের জন্য বিজেপি সব হেলিকপ্টার ইতিমধ্যে বুক করে নিয়েছে। এসব হেলিকপ্টার প্রচারের কাজে লাগানো হতে পারে। 

আজ সোমবার তৃণমূলের যুব শাখার এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি তৃতীয় মেয়াদে ক্ষমতায় এলে জাতি একটি স্বৈরাচারী শাসনের মুখোমুখি হবে বলেও হুঁশিয়ারি দেন মমতা। 

তিনি বলেন, ‘যদি বিজেপি টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসে, জাতি স্বৈরাচারী শাসনের মুখোমুখি হবে। আমি আশঙ্কা করছি, তারা (বিজেপি) ডিসেম্বরে বা আগামী বছরের জানুয়ারিতেই লোকসভা নির্বাচন করতে পারে।’ 

মমতা দাবি করেন, ক্ষমতাসীন বিজেপি ইতিমধ্যেই ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষী মনোভাব ছড়িয়ে দিয়েছে। তাই তারা আবার ক্ষমতায় আসলে ভারতকে একটি ঘৃণার জাতিতে পরিণত করবে। 

উল্লেখ্য, ২০২৪ সালে এপ্রিল ও মে মাসজুড়ে ভারতের লোকসভা বা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। তবে সাম্প্রতিক চাঁদে যাওয়ার সাফল্য এবং বিরোধী দলকে চাপে রাখতে ক্ষমতাসীন বিজেপি আগাম নির্বাচনের ঘোষণা দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

ভারত থেকে সব পাকিস্তানিকে বের করে দেওয়ার নির্দেশ

বয়স ২৩, মাসে খরচ ১ লাখ আর সঞ্চয় দেড় লাখ, আলোচনায় বেঙ্গালুরুর তরুণী

কাশ্মীরে হত্যাকাণ্ড: দুই সন্দেহভাজনের বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিল ভারত

পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে ভারতীয় এয়ারলাইনসগুলো

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সীমান্ত অতিক্রম করায় বিএসএফ সদস্যকে আটক করেছে পাকিস্তান

‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত—পাকিস্তানের পরিণতি কী হবে

পাকিস্তানিদের সব ভিসা বাতিল, ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় জড়িত ৩ জনের মধ্যে দুজন পাকিস্তানি, ভারতের দাবি