Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

ভাইরাল হতে ট্রেনের জানালা দিয়ে যাত্রীকে থাপ্পড়, আটক কনটেন্ট ক্রিয়েটর

ভাইরাল হতে ট্রেনের জানালা দিয়ে যাত্রীকে থাপ্পড়, আটক কনটেন্ট ক্রিয়েটর
আটক রিতেশ কুমার নামের ওই ইউটিউবার। ছবি: সংগৃহীত

স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন যাত্রা শুরু করতেই এক যাত্রীকে জানালা দিয়ে কশে থাপ্পড় হাঁকিয়েছেন এক যুবক। ওই যাত্রী কিছু বুঝে ওঠার আগেই ঘটে যাওয়া এ ঘটনায় রীতিমতো হতভম্ব! অন্যদিকে এ কাণ্ড ঘটিয়ে সটকে পড়েন থাপ্পড় দেওয়া অপরিচিত ওই যুবক। আর পুরো বিষয়টি ভিডিওতে ধারণ করছিলেন তাঁর সহযোগী।

পরে জানা যায়, ভাইরাল হতেই অপরিচিত ব্যক্তির সঙ্গে এমন ঘটিয়েছিলেন তিনি। আর এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়াতেই নেটিজেনদের কট্টর সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে রেলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

এতে টনক নড়ে রেলওয়ে পুলিশের। তথ্যপ্রযুক্তির সহায়তায় আটক করা হয় ওই যুবককে। পরে তাঁর কাছ থেকে ক্ষমা চেয়ে লিখিত ও ভিডিও বার্তা নেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে ভারতের বিহার প্রদেশের অনুগ্রহ নারায়ণ রোড রেলওয়ে স্টেশনে। আটক ওই ব্যক্তির নাম রিতেশ কুমার। পরে সবার কাছে ক্ষমা চেয়ে ভারতের রেলওয়ে পুলিশের কাছে ভিডিও বার্তা দিয়েছেন তিনি।

ভিডিওতে রিতেশ কুমার বলেন, ‘আমি একজন ইউটিউবার। আমি ইনস্টাগ্রামে ভিডিও বানাই। আমি অনুগ্রহ নারায়ণ রোড রেলওয়ে স্টেশনে এসেছিলাম এবং ফলোয়ার বাড়ানোর জন্য চলন্ত ট্রেনের এক যাত্রীকে চড় মেরেছিলাম।’

ভুল স্বীকার করে ওই যুবক বলেন, ‘এটা আমার ভুল ছিল। আমি আর কখনোই এ ধরনের ঘটনা ঘটাব না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন।’

এদিকে তাঁকে আটকের পর ভারতের রেলওয়ে পুলিশের পক্ষ থেকে টুইটারে একটি পোস্ট শেয়ার করা হয়। ওই পোস্টে লেখা হয়, ‘যাত্রী নিরাপত্তায় কোনো আপস নয়! সামাজিক যোগাযোগমাধ্যমে খ্যাতির জন্য চলন্ত ট্রেনে যাত্রীকে চড় মেরেছিলেন এমন একজন ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে!’

No compromise on passenger security !!
A YouTuber who slapped a passenger on a moving train for social media fame has been tracked & arrested by #RPF Dehri-on-Sone! pic.twitter.com/4KckhrCyPy
Your safety matters to us—reckless acts will not be tolerated.#PassengerSafety #RPFActionpic.twitter.com/2h00IQPTKj

— RPF INDIA (@RPF_INDIA) February 27, 2025
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

এতে আরও বলা হয়, ‘আপনার নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অবিবেচকের মতো কোনো কাজ মেনে নেওয়া হবে না।’

অন্যদিকে ওই যুবককে আটকের জন্য রেলওয়ে পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। শৃঙ্খলা বিনষ্টকারীদেরও এভাবে শাস্তির আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেছেন অনেকেই।

মন্তব্যগুলোর মধ্যে রয়েছে— ‘এমন নাশকতাকারীদের শিক্ষা দেওয়া উচিত’। অপর একজন লিখেছেন—‘কঠিন শাস্তি ছাড়া এরা কখনই শিখবে না। এদের বড় অঙ্কের জরিমানা করা উচিত।’

ভারত থেকে সব পাকিস্তানিকে বের করে দেওয়ার নির্দেশ

বয়স ২৩, মাসে খরচ ১ লাখ আর সঞ্চয় দেড় লাখ, আলোচনায় বেঙ্গালুরুর তরুণী

কাশ্মীরে হত্যাকাণ্ড: দুই সন্দেহভাজনের বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিল ভারত

পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে ভারতীয় এয়ারলাইনসগুলো

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সীমান্ত অতিক্রম করায় বিএসএফ সদস্যকে আটক করেছে পাকিস্তান

‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত—পাকিস্তানের পরিণতি কী হবে

পাকিস্তানিদের সব ভিসা বাতিল, ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় জড়িত ৩ জনের মধ্যে দুজন পাকিস্তানি, ভারতের দাবি