Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

জম্মু-কাশ্মীরের আইইডি বিস্ফোরণ, ২ ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মীরের আইইডি বিস্ফোরণ, ২ ভারতীয় সেনা নিহত
বিস্ফোরণের পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। ছবি: পিটিআই

ভারতের জম্মু ও কাশ্মীরের সন্দেহভাজন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে দুই সেনাসদস্য নিহত এবং একজন আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা গেছে, আজ মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে এই বিস্ফোরণ ঘটে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে সেনাসদস্যরা যখন নিয়মিত টহল দিচ্ছিলেন, তখন এই বিস্ফোরণ ঘটে। এরপর তিন সেনাসদস্যই গুরুতর আহত হন। তাঁদেরকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই সেনাসদস্য মারা যান।

পরে আহত সেনাসদস্যকে এয়ারলিফটে করে সেনা হাসপাতালে নেওয়া হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, তিনি এখন আশঙ্কামুক্ত।

ভারতীয় সেনাবাহিনীর জম্মু ও কাশ্মীরভিত্তিক ‘হোয়াইট নাইট কর্পস ইউনিট’ এক বিবৃতিতে এ ঘটনা নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আখনুর সেক্টরের লালিয়ালিতে একটি সন্দেহভাজন আইইডি বিস্ফোরণ ঘটে। ফলে দুজন সেনাসদস্য নিহত হয়েছেন। আমাদের সেনারা এলাকাটি নিয়ন্ত্রণে নিয়েছে এবং অনুসন্ধান অভিযান চলছে। হোয়াইট নাইট কর্পস এই দুই বীর সেনার আত্মত্যাগকে স্যালুট জানায় এবং তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।’

বিস্ফোরণের পর এলওসি বরাবর ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করতে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। সেনা সূত্রে জানানো হয়েছে, আহত সেনাসদস্যকে এয়ারলিফটে করে সেনা হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি এখন ভালো আছেন।

ভারত থেকে সব পাকিস্তানিকে বের করে দেওয়ার নির্দেশ

বয়স ২৩, মাসে খরচ ১ লাখ আর সঞ্চয় দেড় লাখ, আলোচনায় বেঙ্গালুরুর তরুণী

কাশ্মীরে হত্যাকাণ্ড: দুই সন্দেহভাজনের বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিল ভারত

পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে ভারতীয় এয়ারলাইনসগুলো

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সীমান্ত অতিক্রম করায় বিএসএফ সদস্যকে আটক করেছে পাকিস্তান

‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত—পাকিস্তানের পরিণতি কী হবে

পাকিস্তানিদের সব ভিসা বাতিল, ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় জড়িত ৩ জনের মধ্যে দুজন পাকিস্তানি, ভারতের দাবি