Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

বিয়েবাড়িতে ভোজপুরি গান বাজানোর জেরে কোপাকুপি, কনের ভাই নিহত

বিয়েবাড়িতে ভোজপুরি গান বাজানোর জেরে কোপাকুপি, কনের ভাই নিহত
প্রতীকী ছবি

বিয়েবাড়িতে ভোজপুরি গান বাজানো নিয়ে বর-কনে পক্ষের মধ্যে তুমুল মারামারি। এ ঘটনায় কনের এক ভাই নিহত হয়েছেন, আহত আরও দুজন। এর মধ্যে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যান বর। পরে পুলিশ গিয়ে বরপক্ষের আটজনকে আটক করেছে।

ভারতের উত্তর প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশের বরাতে এতে বলা হয়েছে—উত্তর প্রদেশের পাকৌলি লালা গ্রামের বাসিন্দা লালমোহন পাসোয়ানের মেয়ে সঞ্জনার সঙ্গে দেওরিয়ার যোগিয়া রুদ্রপুর গ্রামের রাহুলের বিয়ে ঠিক হয়। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে কনের বাড়িতে পৌঁছান বর এবং তাঁর পরিবারের লোকজন। সেখানে আচার হিসেবে ‘দ্বারপুজা’, ‘জয়মালা’ পালন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন রাত ১০টা থেকে বর এবং কনের পরিবারের মধ্যে গন্ডগোল শুরু হয়। এর কেন্দ্রে ছিল ভোজপুরি গান। কনের পরিবার থেকে ভোজপুরি গান বাজানো বন্ধ করতে বলা হলেও বরের পরিবার এতে রাজি হয়নি।

এ নিয়ে তুমুল বাগ্‌বিতণ্ডা শুরু হলে কনের দুই ভাই অজয় পাসোয়ান, সত্যম পাসোয়ান এবং আত্মীয় রমা পাসোয়ানকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ ওঠে। পরে দ্রুত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের গোরক্ষপুরের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় অজয়ের। সত্যমের অবস্থাও আশঙ্কাজনক।

এ ঘটনা জানতে পেরে পুলিশ বিয়ে বাড়িতে গিয়ে বর এবং মূল অভিযুক্তদের পায়নি। তবে বরপক্ষের আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ভারত থেকে সব পাকিস্তানিকে বের করে দেওয়ার নির্দেশ

বয়স ২৩, মাসে খরচ ১ লাখ আর সঞ্চয় দেড় লাখ, আলোচনায় বেঙ্গালুরুর তরুণী

কাশ্মীরে হত্যাকাণ্ড: দুই সন্দেহভাজনের বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিল ভারত

পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে ভারতীয় এয়ারলাইনসগুলো

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সীমান্ত অতিক্রম করায় বিএসএফ সদস্যকে আটক করেছে পাকিস্তান

‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত—পাকিস্তানের পরিণতি কী হবে

পাকিস্তানিদের সব ভিসা বাতিল, ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় জড়িত ৩ জনের মধ্যে দুজন পাকিস্তানি, ভারতের দাবি