Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশের প্রশংসায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশের প্রশংসায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবার আসাম সরকার আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের প্রশংসা করেন। 

বাংলাদেশের মুক্তিযুদ্ধে মৃত্যুবরণ করা ভারতীয় সেনাবাহিনীর অসমিয়া সৈন্যদের সম্মান জানাতে আসাম সরকার আয়োজন ওই বিশেষ অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশের প্রশংসা করে বলেন, ‘সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে সব বিষয়েই বাংলাদেশ সহযোগিতা করছে। পশ্চিম সীমান্তে পাকিস্তান থেকে অনুপ্রবেশ বন্ধ না হলেও পূর্বে বাংলাদেশ থেকে ভারতে প্রায় অনুপ্রবেশ প্রায় বন্ধ। বাংলাদেশ সীমান্তে কোনো সমস্যাই নেই।’ 

এ সময় রাজনাথ সিং উভয় দেশের সীমান্তরক্ষীরা নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে বলেও মন্তব্য করেন। 

অনুষ্ঠানে রাজনাথ সিং একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনার বীরত্বের কথা স্মরণ করেন। সেই সঙ্গে প্রশংসা করেন বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের বীরত্বেরও। 

অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেন, যারা সামরিক বাহিনী কিংবা আধা সামরিক বাহিনীর হয়ে দেশের জন্য জীবন দেবেন আসামের তাদের নিকটাত্মীয়দের ৫০ লাখ রুপি করে দেওয়া হবে সেই সঙ্গে একজনকে চাকরিও দেবে রাজ্য সরকার। 

‘বাংলাদেশি’ ধরতে পুলিশের ঘন ঘন তল্লাশি, অতিষ্ঠ দিল্লির বস্তিবাসী

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকরা

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

ভারতের শেয়ারবাজারে ট্রিলিয়ন ডলারের ধস, লাখো মধ্যবিত্তের মাথায় হাত

লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা

কুম্ভমেলায় ‘কুবেরের ভান্ডার’, ৪৫ দিনে নৌকার মাঝির আয় ৩০ কোটি রুপি

কী আছে সিন্ধু লিপিতে, অর্থ উদ্ধারে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা

কাউকে ‘পাকিস্তানি’ বলা অপরাধ নয়: ভারতের সুপ্রিম কোর্ট

দেশ হিসেবে ভারতের কথা জানেনই না কোরিয়ান ট্যাক্সিচালক!

নারীর ঊরুতে দেবতার ট্যাটু, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ভারতে