Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

দিল্লির রাস্তায় চন্দ্রিকার দৈনিক আয় ৫৬ হাজার টাকা ছাড়িয়ে যায় 

দিল্লির রাস্তায় চন্দ্রিকার দৈনিক আয় ৫৬ হাজার টাকা ছাড়িয়ে যায় 

দিল্লির রাস্তায় মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী কিছু ভাজা-পোড়া খাবার বিক্রি করেন চন্দ্রিকা দীক্ষিত। আর এই খাবার বিক্রি করেই তাঁর দৈনিক আয় ৪০ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যা কি-না ৫৬ হাজার টাকারও বেশি। ভারতীয় টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস ওটিটির’ তৃতীয় মৌসুমে অংশ নিয়ে নিজের আয়ের বিষয়টি জানিয়েছেন চন্দ্রিকা। 

এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার রিয়্যালিটি শো ‘বিগ বস ওটিটির’ তৃতীয় মৌসুমের একটি অ্যাপিসোড অনুষ্ঠিত হয়েছে। এই অ্যাপিসোডেই অংশ নিয়েছিলেন ‘ভাদা পাভ গার্ল’ নামে পরিচিতি পাওয়া চন্দ্রিকা দীক্ষিত। ভারতীয় অভিনেতা অনিল কাপুরের উপস্থাপনায় ওই অনুষ্ঠানের একটি পর্যায়ে কথা প্রসঙ্গে নিজের আয়ের বিষয়টি উল্লেখ করেন চন্দ্রিকা। রাস্তার মধ্যে খাবার বেচে তাঁর বিপুল আয়ের বিষয়টি এখন ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। 

অনুষ্ঠানে চন্দ্রিকার সঙ্গে আরও দুই প্রতিযোগী অংশ নিয়েছিলেন। কিছুদিন আগে দিল্লির রাস্তায় নিজ ব্যবসার সামনে চন্দ্রিকার একটি মারামারির ভাইরাল ভিডিও ক্লিপ নিয়ে প্রতিযোগীদের আলোচনার সূত্র ধরে তাঁর আয়ের বিষয়টি উঠে আসে। 

অনুষ্ঠানে ওই ভিডিও ক্লিপের আলোচনার সূত্র ধরে চন্দ্রিকার সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়া অভিনেত্রী সানা মকবুল বলেন, ‘তিনি (চন্দ্রিকা) তাঁর ব্যবসা পরিচালনা করেন।’ 

কথার এই পর্যায়ে চন্দ্রিকা বলে ওঠেন, ‘হ্যা, দিনে ৪০ হাজার রুপি আয় করি।’ 

এ সময় অন্য প্রতিযোগী কনটেন্ট ক্রিয়েটর শিবানী কুমারী বিস্ময় প্রকাশ করে জানতে চান, ‘দিনে ৪০ হাজার!’ 

উত্তরে চন্দ্রিকা বলেন, ‘আরে বন্ধু, আমি কঠোর পরিশ্রম করছি। আমি রোজগার করছি। তুমিও রোজগার করো। মোবাইল নেটফ্লিক্স বন্ধ করো, স্মার্টফোন দূরে রাখো, বাইরে বের হয়ে আসো, তুমিও শ্রম দাও।’ 

বিগ বস শোতে অংশগ্রহণ করাকে নিজের একটি বড় সুযোগ হিসেবেও উল্লেখ করেন চন্দ্রিকা।

ভারত থেকে সব পাকিস্তানিকে বের করে দেওয়ার নির্দেশ

বয়স ২৩, মাসে খরচ ১ লাখ আর সঞ্চয় দেড় লাখ, আলোচনায় বেঙ্গালুরুর তরুণী

কাশ্মীরে হত্যাকাণ্ড: দুই সন্দেহভাজনের বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিল ভারত

পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে ভারতীয় এয়ারলাইনসগুলো

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সীমান্ত অতিক্রম করায় বিএসএফ সদস্যকে আটক করেছে পাকিস্তান

‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত—পাকিস্তানের পরিণতি কী হবে

পাকিস্তানিদের সব ভিসা বাতিল, ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় জড়িত ৩ জনের মধ্যে দুজন পাকিস্তানি, ভারতের দাবি