হোম > বিশ্ব > ভারত

৩০০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর গাড়ি, ভারতের ৫ সেনা নিহত

অনলাইন ডেস্ক

গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় দেশটির সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত ও অন্তত নয়জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে সেনাবাহিনী সদস্যদের বহনকারী একটি গাড়ি সড়ক থেকে ছিটকে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি বালনোইয়ের দিকে যাওয়ার পথে ঘারোয়া এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি ৩০০-৩৫০ ফুট গভীর একটি খাদে পড়ে যায়।

ঘটনার পরপরই সেনাবাহিনীর কুইক রেসপন্স টিম ও জম্মু-কাশ্মীর পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা সেনাবাহিনীর সদস্যদের জীবনের ঝুঁকি ও জম্মু-কাশ্মীরের দুর্গম রাস্তায় নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এনেছে।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন