হোম > বিশ্ব > ভারত

না জেনে বিল গেটসের পর এবার মোদিকে চা পান করাতে চান ‘ডলি চাইওয়ালা’

অনলাইন ডেস্ক

ভারতীয় এক চা বিক্রেতা বিলিয়নিয়ার ব্যবসায়ী বিল গেটসকে চা পরিবেশন করে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছেন ভারতীয় এক চা ওয়ালা। মজার বিষয় হলো—‘ডলি চাইওয়ালা’ নামের সেই ব্যবসায়ী জানতেনই না যে তিনি স্বয়ং বিল গেটসকে চা পান করাচ্ছেন। 

সম্প্রতি ভারত সফর করতে গিয়ে দেশটির নাগপুরে ডলির চা স্টলে ক্ষণিকের জন্য বিরতি নিয়েছিলেন টেক জায়ান্ট বিল গেটস। পরে তিনি সেই দোকানের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। এভাবে নিজের অজান্তেই দুনিয়াজুড়ে পরিচিত মুখ হয়ে ওঠেন সেই চা ওয়ালা। 

ভিডিওটি পোস্ট করে বিল গেটস লিখেছিলেন—ভারতে আবারও আসতে পেরে উত্তেজিত, অবিশ্বাস্য উদ্ভাবকদের জন্মভূমি, যারা জীবন বাঁচাতে এবং উন্নত করতে নতুন উপায়ে কাজ করছেন এবং এমনকি এক কাপ চাও বানিয়েছেন!’ 

এই পোস্টের বদলে রাতারাতি ভাগ্য বদলে যায় সেই ডলি চাইওয়ালার। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে তিনি জানিয়েছিলেন, চা পরিবেশনের সময় বিল গেটসকে তিনি চিনতেই পারেননি। বিল গেটস কে তা জানেনও না। তিনি বলেন, ‘আমি শুধু তাকে একজন বিদেশি ভেবেছিলাম এবং চা অফার করেছিলাম। পরে নাগপুরে লোকেরা আমাকে বলছিল—তুমি কাকে চা পরিবেশন করেছিলে!’ 

সেই চা ওয়ালা এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাছে চা পরিবেশন করতে চান বলে জানিয়েছেন। নিজের চা বানানোর অভিনব শৈলী সম্পর্কে তিনি জানিয়েছেন, দক্ষিণ ভারতীয় সিনেমা দেখে তিনি বিষয়টি রপ্ত করেছেন। 

ডলি চাইওয়ালা চা পরিবেশনের সময় তাঁর শারীরিক ক্ষিপ্রতা এবং বৈশিষ্ট্যের জন্য এখন সুপরিচিত মুখ। ইন্টারনেটে বর্তমানে তাঁর অসংখ্য ফলোয়ার রয়েছে।

ভারতে এয়ার শো উপলক্ষে বেঙ্গালুরুতে মাংস বিক্রি বন্ধ

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে রায়

মহাসাগরে ‘চীনের আধিপত্য’ ঠেকানোই এখন ভারতের মূল অগ্রাধিকার: রাজনাথ সিং

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত ১২ ও নিখোঁজ ১৬ ভারতীয়, জানাল মোদি সরকার

হোয়াইট হাউস আক্রমণের চেষ্টা: ভারতীয় বংশোদ্ভূত নাৎসি যুবকের ৮ বছরের জেল

ভারতীয় বাহিনীর অভিযানে ছত্তিশগড়ে ১২ মাওবাদী নিহত

কুম্ভমেলার ভাইরাল সাধুরা: আইআইটি বাবা থেকে অ্যাম্বাসেডর বাবা

হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের ঘোষণার পরপরই আদানির শেয়ারে ব্যাপক উল্লম্ফন

ভাইরাল আইআইটি বাবা একদিন বাড়ি ফিরবেন, আশা পরিবারের

নির্বাচন নিয়ে জাকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া

সেকশন