Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

দিল্লির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, পারদ উঠল ৪৯.৯ ডিগ্রি সেলসিয়াসে 

দিল্লির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, পারদ উঠল ৪৯.৯ ডিগ্রি সেলসিয়াসে 

দিল্লি তার ইতিহাসের আর কখনোই এমন বিরল প্রচণ্ড তাপমাত্রার মুখোমুখি হয়নি। সর্বকালের সব রেকর্ড ভেঙে ভারতের কেন্দ্রীয় রাজধানীতে তাপমাত্রার পারদ ছুঁয়েছে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের ঘর। মূলত রাজস্থান থেকে আসা তীব্র লু হাওয়ার কারণে দেশটির পূর্বাংশে ঝড়-বৃষ্টির মধ্যেও রাজধানীতে তাপমাত্রা রেকর্ড গড়েছে। 

বার্তা সংস্থা এএফপি ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) বরাত দিয়ে জানিয়েছে, গতকাল মঙ্গলবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছ ৪৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা মূলত অতি প্রচণ্ড তাপপ্রবাহের সৃষ্টি করে। দিল্লির উপকণ্ঠের নেরালা ও মুঙ্গেশপুরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আইএমডির তথ্য বলছে, এর আগে দিল্লির তাপমাত্রার পারদ কখনোই এতটা ওপরে ওঠেনি। 

আইএমডি জানিয়েছে, আজ বুধবারও দিল্লিতে প্রচণ্ড তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। আশঙ্কা আছে, আজও দিল্লির তাপমাত্রা উঠে যেতে পারে ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। অবশ্য, গ্রীষ্মকালে দিল্লিসহ এর আশপাশের অঞ্চলে এমন তীব্র লু হাওয়া বা প্রচণ্ড গরমের বিষয়টি নতুন কিছু নয়। এর আগে, ২০২২ সালের মে মাসেও দিল্লির তাপমাত্রা উঠেছিল ৪৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। 

বিগত কয়েক বছরের গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ দীর্ঘ, আরও ঘন ঘন এবং তীব্রতর হয়ে উঠছে। নয়াদিল্লি কর্তৃপক্ষ প্রচণ্ড তাপপ্রবাহে রাজধানীতে পানির ঘাটতি দেখা দিতে পারে বলেও সতর্ক করেছে। এমনকি এরই মধ্যে কিছু এলাকায় পানির সরবরাহ বন্ধ হয়ে গেছে। দিল্লি সরকারের পানিবিষয়ক মন্ত্রী অতিশী মারলেনা পানির অপচয় বন্ধ করার জন্য সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন। 

এদিকে, ঘূর্ণিঝড় রিমালের কারণে সৃষ্ট বৃষ্টি, বজ্রপাত ও ভূমিধসের কারণে ভারতের পশ্চিমবঙ্গ ও দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় চার রাজ্যে অন্তত ৩২ জন নিহত হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে নিহত হয়েছে সাতজন, মিজোরামে ১৭ জন, আসামে তিনজন, নাগাল্যান্ডে চারজন। বাকি একজন মারা গেছে মেঘালয়ে।

ভারত থেকে সব পাকিস্তানিকে বের করে দেওয়ার নির্দেশ

বয়স ২৩, মাসে খরচ ১ লাখ আর সঞ্চয় দেড় লাখ, আলোচনায় বেঙ্গালুরুর তরুণী

কাশ্মীরে হত্যাকাণ্ড: দুই সন্দেহভাজনের বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিল ভারত

পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে ভারতীয় এয়ারলাইনসগুলো

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সীমান্ত অতিক্রম করায় বিএসএফ সদস্যকে আটক করেছে পাকিস্তান

‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত—পাকিস্তানের পরিণতি কী হবে

পাকিস্তানিদের সব ভিসা বাতিল, ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় জড়িত ৩ জনের মধ্যে দুজন পাকিস্তানি, ভারতের দাবি