Ajker Patrika
হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশের সঙ্গে সীমান্তের ৭৯ শতাংশে বেড়া দিয়েছে ভারত

বাংলাদেশের সঙ্গে সীমান্তের ৭৯ শতাংশে বেড়া দিয়েছে ভারত
ফাইল ছবি

বাংলাদেশের সঙ্গে সীমান্তের প্রায় ৭৯ শতাংশ কাঁটাতারের বেড়া দিয়ে ঢেকে দিয়েছে ভারত। বাকি অংশে বেড়া দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই। গতকাল মঙ্গলবার লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এ কথা জানান তিনি। দেশটির প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ৪০৯৬.৭ কিলোমিটার, এর মধ্যে ৩২৩২.২১৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।

ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ৪০৯৬.৭ কিলোমিটার, এর মধ্যে ৩২৩২.২১৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আপত্তি, সীমিত কাজের সময় এবং ভূমিধস বা জলাভূমি এলাকাসহ বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।

লোকসভায় এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত সরকার সীমান্ত নিরাপত্তাব্যবস্থা, যার মধ্যে বেড়া নির্মাণও অন্তর্ভুক্ত, বাস্তবায়নের ক্ষেত্রে সব প্রোটোকল ও চুক্তি মেনে চলবে বলে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। দুই দেশের সরকার এবং বিএসএফ ও বিজিবির মধ্যে এসব বিষয়ে চুক্তি হয়েছে।

তিনি আরও বলেন, ভারত সরকার প্রত্যাশা করছে, বাংলাদেশ পূর্বের সব সমঝোতা কার্যকর করবে এবং সীমান্ত অপরাধ মোকাবিলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি বজায় থাকবে। বাংলাদেশ সরকারকে এটি জানানো হয়েছে।

এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তের এখনো প্রায় ৮৬৪ কিলোমিটার অংশে বেড়া নির্মাণ বাকি রয়েছে। এর মধ্যে ১৭৪.৫ কিলোমিটার অংশে বেড়া নির্মাণ করায় সমস্যা রয়েছে। এসব এলাকায় জমি অধিগ্রহণ ও ভূমিধস সমস্যা এবং কিছু এলাকায় জলাভূমি রয়েছে।

এর আগে জানুয়ারি মাসের মাঝামাঝিতে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে গাছ কাটা ও ফসল নষ্ট করা নিয়ে সীমান্তবর্তী দুই দেশের গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সীমান্ত এলাকার জমির ব্যাপক ফসল নষ্ট হয়। সংঘর্ষে ভারতীয়রা ককটেল, সাউন্ড গ্রেনেড হামলাসহ ব্যাপক ইট-পাথর নিক্ষেপ করে। চার বাংলাদেশি আহত হয়। এরপর বিজিবি-বিএসএফ বৈঠকে সিদ্ধান্ত হয়, সীমান্তের ১৫০ গজের ভেতরে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না।

ভারত থেকে সব পাকিস্তানিকে বের করে দেওয়ার নির্দেশ

বয়স ২৩, মাসে খরচ ১ লাখ আর সঞ্চয় দেড় লাখ, আলোচনায় বেঙ্গালুরুর তরুণী

কাশ্মীরে হত্যাকাণ্ড: দুই সন্দেহভাজনের বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিল ভারত

পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে ভারতীয় এয়ারলাইনসগুলো

কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

সীমান্ত অতিক্রম করায় বিএসএফ সদস্যকে আটক করেছে পাকিস্তান

‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত—পাকিস্তানের পরিণতি কী হবে

পাকিস্তানিদের সব ভিসা বাতিল, ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় জড়িত ৩ জনের মধ্যে দুজন পাকিস্তানি, ভারতের দাবি