হোম > বিশ্ব > লাতিন আমেরিকা

ইকুয়েডরে কারাগারে সংঘর্ষে নিহত ৫, আহত ২৩ 

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে সংঘর্ষে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। স্থানীয় সময় আজ বুধবার ইউক্রেনের গুয়াকিল শহরে এই ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াকিল শহরের কারা কর্তৃপক্ষ সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে জানিয়েছে, ‘এখনো পর্যন্ত আমরা ১৮ জন বন্দী ও ৫ জন পুলিশ কর্মকর্তার আহত হওয়ার বিষয়টি নথিবদ্ধ করেছি এবং পাঁচজন বন্দীর মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করতে পেরেছি।’

এর আগে, ইকুয়েডরের সান্তো দোমিঙ্গো শহরের বেলাভিস্তা কারাগারে এক দাঙ্গায় অন্তত ৪৩ জন বন্দী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অনেকে। গত ৯ মে কারাগারে বন্দী থাকা প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর সদস্যদের মধ্যে এই দাঙ্গার ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলোর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পালিয়ে যাওয়া ১১২ জন বন্দীকে আটক করা হয়েছে এবং এখনো ১০৮ জন বন্দী পলাতক রয়েছে।

বেলাভিস্তা কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, আদালতের এক আদেশের পরে একটি সন্ত্রাসী গোষ্ঠীর নেতাকে সান্তো ডোমিঙ্গো শহরের কারাগারটিতে স্থানান্তর করার পর দাঙ্গা শুরু হয়। 

ভেনেজুয়েলা উপকূলের কাছে আরেকটি তেলবাহী ট্যাংকারকে যুক্তরাষ্ট্রের ধাওয়া

ভেনেজুয়েলার আরও একটি তেলের ট্যাংকার ধাওয়া করছে মার্কিন বাহিনী

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

ভেনেজুয়েলার উপকূলে আবার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

মার্কিন নজর এড়িয়ে কীভাবে তেল পাচার করে ভেনেজুয়েলার গোপন নৌবহর

ব্রাজিলে ধসে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ ১১০ ফুট উঁচু রেপ্লিকা

খড়্গহস্ত ট্রাম্প: মাদুরোর পাশে থাকবেন পুতিন ও লুকাশেঙ্কো

ভেনেজুয়েলার তেলের ট্যাংকার মেরে দেওয়ার ঘোষণায় ট্রাম্পকে ‘জলদস্যু’ বলল কারাকাস

হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচন: এগিয়ে মধ্যপন্থী নাসরাল্লা, ট্রাম্প তুলেছেন কারচুপির অভিযোগ

ক্যারিবীয় সাগরে নৌকায় হামলা, কলম্বিয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নিহতের পরিবারের পিটিশন দাখিল