Ajker Patrika
হোম > বিশ্ব > লাতিন আমেরিকা

ইকুয়েডরে কারাগারে সংঘর্ষে নিহত ৫, আহত ২৩ 

অনলাইন ডেস্ক

ইকুয়েডরে কারাগারে সংঘর্ষে নিহত ৫, আহত ২৩ 

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে সংঘর্ষে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। স্থানীয় সময় আজ বুধবার ইউক্রেনের গুয়াকিল শহরে এই ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গুয়াকিল শহরের কারা কর্তৃপক্ষ সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে জানিয়েছে, ‘এখনো পর্যন্ত আমরা ১৮ জন বন্দী ও ৫ জন পুলিশ কর্মকর্তার আহত হওয়ার বিষয়টি নথিবদ্ধ করেছি এবং পাঁচজন বন্দীর মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করতে পেরেছি।’

এর আগে, ইকুয়েডরের সান্তো দোমিঙ্গো শহরের বেলাভিস্তা কারাগারে এক দাঙ্গায় অন্তত ৪৩ জন বন্দী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অনেকে। গত ৯ মে কারাগারে বন্দী থাকা প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর সদস্যদের মধ্যে এই দাঙ্গার ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলোর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পালিয়ে যাওয়া ১১২ জন বন্দীকে আটক করা হয়েছে এবং এখনো ১০৮ জন বন্দী পলাতক রয়েছে।

বেলাভিস্তা কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, আদালতের এক আদেশের পরে একটি সন্ত্রাসী গোষ্ঠীর নেতাকে সান্তো ডোমিঙ্গো শহরের কারাগারটিতে স্থানান্তর করার পর দাঙ্গা শুরু হয়। 

যুক্তরাষ্ট্র শুল্কারোপের পর এশিয়ায় তেল বিক্রিতে নজর মেক্সিকোর

চিলিজুড়ে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে রাজধানী

আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্রিপটো প্রতারণার অভিযোগ, অভিশংসন দাবি

কিছুক্ষণের জন্য বাইরের জগতে এসে ফিরে গেল বিচ্ছিন্ন আমাজন গোষ্ঠীর এক যুবক

কলম্বিয়া কি পারবে কুখ্যাত এস্কোবারের ‘নাম-নিশানা’ মুছে দিতে

গুয়াতেমালা সিটিতে বাস খাদে পড়ে নিহত ৩১

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ৪১ জন নিহত

জর্জিয়ায় মানব ডিম্বাণু খামার থেকে ৩ থাই নারী উদ্ধার

হঠাৎ রক্তবর্ণ আর্জেন্টিনার একটি নদীর পানি

ট্রাম্পের হুমকির পর সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েন করল মেক্সিকো