গানের সুরের মালিকানা তথা স্বত্ব দিতে হবে বনকে। এমন দাবি নিয়েই আদালতে আরজি দায়ের করেছে মধ্য আমেরিকার দেশ ইকুয়েডরের একটি সংগঠন। মূলত মানব সমাজে শৈল্পিক সৃষ্টিতে প্রকৃতির অবদান স্বীকার করে নেওয়ার লক্ষ্যেই এই আরজি দায়ের করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
কানাডা সরকারের কর্মকর্তারা অভিযোগ করেছেন, অমিত শাহ কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে সহিংসতা ও ভয় দেখানোর ষড়যন্ত্রের পেছনে রয়েছেন। এ সংক্রান্ত প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেহান্দ্রো তলেদোকে ২০ বছরের বেশি কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ব্রাজিলভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ওদেব্রেখত সংশ্লিষ্ট মামলায় তাঁকে এই দণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার এই রায় দেওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার
মাথায় আঘাত পাওয়ার কারণে রাশিয়ার সফর বাতিল করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ইনাসিও দ্য সিলভা। রাশিয়ায় তাঁর ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। গত শনিবার লুলা তাঁর মাথায় আঘাত পান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
মধ্য আমেরিকার দেশ কিউবায় বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। পুরো দেশেই বিদ্যুৎ ব্ল্যাকআউটের কারণ হলো, দেশটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ হয়ে গিয়েছিল। অর্থসংকটে ভুগতে থাকা কিউবায় বিগত কিছুদিন ধরেই বিদ্যুতের সংকট দেখা দিলেও এই প্রথম পুরো দেশই বিদ্যুৎহীন হওয়ার ঘটনা ঘটল।
লাতিন আমেরিকার দেশ নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘হিটলার’ ও ‘শয়তানের পুত্র’ বলে আখ্যা দিয়েছেন। নিকারাগুয়া ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেওয়ার কয়েক দিন পর তিনি এই মন্তব্য
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার দেশ নিকারাগুয়া। এর আগে লাতিনের আরেক দেশ কলাম্বিয়াও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। গাজায় আগ্রাসনের পর থেকে ইসরায়েলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ক্রমেই বাড়ছে
জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় চৌর্যবৃত্তি বা প্লেজিয়ারিজমের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইয়ের বিরুদ্ধে। অভিযোগ, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম বৈঠকে যে ভাষণ দিয়েছিলেন, তার একাংশ ‘ওয়েস্ট উইং’ নামক একটি নাটক থেকে ধার করেছিলেন
দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জে কোনো গাছ খুঁজে পাওয়া সহজ বিষয় নয়। কারণ মহাসমুদ্রের এই অংশটির ওপর দিয়ে সব সময় বিপুল বেগে বাতাস বয়ে যায়। তীব্র গতির এই বাতাসে কোনো গাছ মাথা তুলে দাঁড়াতে পারে না।
নিকোলাস মাদুরো বলেন, ‘প্রতিরোধ আন্দোলনের নেতা হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় লেবাননের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি। বিশ্বের কাপুরুষ নেতারা নীরব রয়েছে। তবে বিদ্রোহী ও বিপ্লবী জনগণকে কেউ থামাতে পারবে না
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অভিযোগে ছয় বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে এক মার্কিন নাগরিকও আছেন, যিনি দেশটির নেভি সিলের সদস্য। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও স্যাটেলাইট ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টার লিংকের ব্যাংক অ্যাকাউন্ট মুক্ত করে দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্কের কোম্পানি দুটি ৩০ লাখ ডলার জরিমানা দেওয়ার পর দেশটির সুপ্রিম কোর্ট তাদের ব্যাংক অ্যাকাউন্ট অবমুক্ত করার
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বন্ধ হয়ে গেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। দেশটির আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় ‘তাৎক্ষণিকভাবে’ এক্স বন্ধের নির্দেশ দেন বিচারক আলেসান্দ্রে দি মোরায়েস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)। ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্রাজিল কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা নতুন আইনি প্রতিনিধি দলের নাম ঘোষণা না করায় এই নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে
দুই ইঞ্জিনবিশিষ্ট ও টার্বাইনযুক্ত ওই প্লেনটি ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানার ক্যাসকাভেল থেকে সাও পাওলো শহরে যাচ্ছিল। ভয়েপাস এয়ারলাইন জানিয়েছে, সাও পাওলোর প্রধান বিমানবন্দরে যাওয়ার পথে ভিনহেদো শহরে বিমানটি পতিত হয়।
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল ঘিরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দেশজুড়ে অনুষ্ঠিত এসব বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। সবচেয়ে বড় বিক্ষোভটি হয় রাজধানী কারাকাসে। ভালেনসিয়া, মারাকাইবো ও সান ক্রিস্তোবালের মতো এলাকাগুলোতেও রাজপথে নেমে আসেন বিপুলসংখ্যক মানুষ। তাঁদের
সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দল জিতেছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘এটি স্পষ্ট যে, এডমুন্ডো গঞ্জালেজ সর্বাধিক ভোটে জিতেছেন। আমাদের কাছে এর ‘অকাট্য প্রমাণ’ রয়েছে।’