Ajker Patrika
হোম > বিশ্ব > লাতিন আমেরিকা

কিছুক্ষণের জন্য বাইরের জগতে এসে ফিরে গেল বিচ্ছিন্ন আমাজন গোষ্ঠীর এক যুবক

অনলাইন ডেস্ক

কিছুক্ষণের জন্য বাইরের জগতে এসে ফিরে গেল বিচ্ছিন্ন আমাজন গোষ্ঠীর এক যুবক
ছবিটি ভিডিও থেকে নেওয়া। সিএনএন

ব্রাজিলের আমাজন জঙ্গলে বসবাসকারী একটি বিচ্ছিন্ন জনগোষ্ঠীর এক যুবক সংক্ষিপ্ত সময়ের জন্য বাইরের বিশ্বের মানুষের সংস্পর্শে এসে আবারও তাঁর নিজ গোষ্ঠীতে ফিরে গেছেন। ব্রাজিলের আদিবাসী বিষয়ক সংস্থা ফুনাই জানিয়েছে, যুবকটি মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাঁর উপজাতির কাছে ফিরে যান।

মঙ্গলবার সিএনএন জানিয়েছে, ব্রাজিলের আমাজন অঞ্চলের পুরুস নদীর তীরবর্তী বেলা রোসা গ্রামে বিরল ওই ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে আসা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, যুবকটি খালি পায়ে এবং ছোট একটি নেংটি পরে এসেছিলেন। তাঁকে বেশ শান্ত ও সুস্থ দেখাচ্ছিল। আর তাঁর হাতে ছিল দুটি কাঠের গুঁড়ি। স্থানীয়রা ধারণা করছে, যুবকটি আগুন চাইতে এসেছিল।

এ অবস্থায় এক গ্রামবাসী ওই যুবকটিকে লাইটার ব্যবহার করতে শেখানোর চেষ্টা করেন। কিন্তু এটি যুবকের কাছে কিছুতেই বোধগম্য হয়নি।

খবরটি পাওয়া মাত্রই ফুনাই-এর কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ওই যুবককে কাছের একটি নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। যেহেতু বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরের জগতের মানুষের চেয়ে দুর্বল, তাই একটি স্বাস্থ্য বিশেষজ্ঞ দলও পাঠানো হয় সেখানে। যুবকটি যেন কোনো রোগে আক্রান্ত না হয়, সেই চেষ্টাই করেছে দলটি।

গত বৃহস্পতিবার বিকেলে যুবকটি স্বেচ্ছায় আবার গভীর জঙ্গলে ফিরে যান। ব্রাজিলের সরকারি সংস্থাটি নিশ্চিত করেছে, যুবকটি নিজের ইচ্ছায়ই আবারও জঙ্গলে ফিরে গেছে।

ব্রাজিল সরকার এই ধরনের বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর সঙ্গে ইচ্ছাকৃতভাবে যোগাযোগ করে না। বরং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষিত ও পর্যবেক্ষণাধীন এলাকা নির্ধারণ করে দেয়।

এই ঘটনার পর ব্রাজিল সরকার ওই আদিবাসী জনগোষ্ঠীর অঞ্চলে যেন কেউ প্রবেশ না করে, তার জন্য কঠোর নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বিচ্ছিন্ন আদিবাসীদের সুরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত মামোরিয়া গ্রান্ডের কাছেই এই বিরল সাক্ষাতের ঘটনা ঘটেছে।

পেরুতে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি, জরুরি অবস্থা জারি

ব্রাজিলে বাদুড়ের শরীরে নতুন করোনা ভাইরাস আবিষ্কার, ঝুঁকি এখনো অজানা

৯৫ দিন পর প্রশান্ত মহাসাগর থেকে উদ্ধার জেলে, বেঁচে ছিলেন যেভাবে

কিউবায় ফের বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে পুরো দেশ

যুক্তরাষ্ট্র শুল্কারোপের পর এশিয়ায় তেল বিক্রিতে নজর মেক্সিকোর

চিলিজুড়ে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে রাজধানী

আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্রিপটো প্রতারণার অভিযোগ, অভিশংসন দাবি

কলম্বিয়া কি পারবে কুখ্যাত এস্কোবারের ‘নাম-নিশানা’ মুছে দিতে

গুয়াতেমালা সিটিতে বাস খাদে পড়ে নিহত ৩১

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ৪১ জন নিহত