হোম > বিশ্ব > লাতিন আমেরিকা

ব্রাজিলে নববর্ষের আতশবাজি বিস্ফোরণে প্রাণ গেল নারীর

ব্রাজিলে ইংরেজি নববর্ষ উদ্‌যাপনের সময় আতশবাজির বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন এক নারী। দুই সন্তানের মা এলিসাঞ্জেলা তিনেম নামের ওই নারীর শরীরে এসে পড়ার পর আতশবাজির বিস্ফোরণ ঘটে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ৩৮ বছর বয়সী ওই নারী সাও পাওলোর প্রাইয়া গ্র্যান্ডের একটি সৈকতে পরিবারের সঙ্গে নববর্ষ উদ্‌যাপন করছিলেন। হঠাৎ একটি আতশবাজি তাঁর জামায় এসে পড়ে এবং বিস্ফোরিত হয়। 

ব্রাজিলের নিউজ পোর্টাল জি ওয়ানকে ২০ বছর বয়সী লুইজা ফেরেইরা নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সমুদ্রসৈকতে বেশ কয়েকটি লাইসেন্সবিহীন আতশবাজি পোড়ানো হয়েছিল। 

জি ওয়ানকে লুইজা বলেন, ‘আমি মধ্যরাতের দিকে একটা বিশাল আলোর ঝলকানি দেখলাম। ভয়ে মাকে জড়িয়ে ধরলাম, এরপর শুনতে পেলাম সবাই চিৎকার করছে। ঘটনাস্থলে গিয়ে দেখি একজন নারী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তাঁর সঙ্গে থাকা ছেলেটিও মাটিতে পড়ে আছে। বাকিরা দিগ্‌বিদিক ছুটছিল।’

প্রাইয়া গ্র্যান্ড পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্‌যাপনের মধ্যে অনুমোদন ছাড়া আতশবাজি পোড়ানো হয়েছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ভেনেজুয়েলা উপকূলের কাছে আরেকটি তেলবাহী ট্যাংকারকে যুক্তরাষ্ট্রের ধাওয়া

ভেনেজুয়েলার আরও একটি তেলের ট্যাংকার ধাওয়া করছে মার্কিন বাহিনী

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

ভেনেজুয়েলার উপকূলে আবার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

মার্কিন নজর এড়িয়ে কীভাবে তেল পাচার করে ভেনেজুয়েলার গোপন নৌবহর

ব্রাজিলে ধসে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ ১১০ ফুট উঁচু রেপ্লিকা

খড়্গহস্ত ট্রাম্প: মাদুরোর পাশে থাকবেন পুতিন ও লুকাশেঙ্কো

ভেনেজুয়েলার তেলের ট্যাংকার মেরে দেওয়ার ঘোষণায় ট্রাম্পকে ‘জলদস্যু’ বলল কারাকাস

হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচন: এগিয়ে মধ্যপন্থী নাসরাল্লা, ট্রাম্প তুলেছেন কারচুপির অভিযোগ

ক্যারিবীয় সাগরে নৌকায় হামলা, কলম্বিয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নিহতের পরিবারের পিটিশন দাখিল