হোম > বিশ্ব > লাতিন আমেরিকা

বেঁচে আছেন নোম চমস্কি, ছাড়া পেলেন হাসপাতাল থেকে 

বিখ্যাত ভাষাবিদ ও মানবাধিকারকর্মী নোম চমস্কির মৃত্যুর খবরকে গুজব বলে জানিয়েছেন তাঁর স্ত্রী ভ্যালেরিয়া ওয়াসারম্যান চমস্কি। এর আগে গতকাল মঙ্গলবার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই প্রখ্যাত ভাষাবিদ মারা গেছেন।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে ই-মেইলে ভ্যালেরিয়া ওয়াসারম্যান চমস্কি জানিয়েছেন, ‘না, এটি মিথ্যা। তিনি (চমস্কি) ভালো আছেন।’

৯৫ বছর বয়সী ভাষাবিদ নোম চমস্কি ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে একটি বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হন। অবস্থা কিছুটা ভালো হলে তাঁকে একটি অ্যাম্বুলেন্স জেটে (উড়োজাহাজ) করে ব্রাজিলে নেওয়া হয়। স্ত্রী ভ্যালেরিয়া চমস্কির জন্মভূমি ব্রাজিল। দেশটির সাও পাওলোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

সাও পাওলোর বেনিফিসেন্সিয়া পর্তুগুয়েসা হাসপাতাল এক বিবৃতিতে বলেছে, চমস্কিকে বাড়িতে নিয়ে চিকিৎসার জন্য গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এর আগে গতকাল এক্সে (সাবেক টুইটার) চাউর হয়, চমস্কি মারা গেছেন। সংবাদমাধ্যম জ্যাকবিন এবং দ্য নিউ স্টেটসম্যান চমস্কির মৃত্যুর খবর প্রকাশ করে। যদিও সমাজতান্ত্রিক সংবাদমাধ্যম জ্যাকবিন পরে খবরের শিরোনাম ‘উই রিমেম্বার নোম চমস্কি’ থেকে ‘লেটস সেলিব্রেট নোম চমস্কি’ করেছে।

অপর দিকে দ্য নিউ স্টেটসম্যান চমস্কির মৃত্যু নিয়ে সাবেক গ্রিক অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিসের প্রবন্ধটি নামিয়ে নিয়েছে। ব্রাজিলিয়ান নিউজ সাইট দিয়ারিও ডো সেন্ট্রো দো মুন্ডোও চমস্কির মৃত্যুর খবর মুছে ফেলেছে এবং একটি সংশোধনী প্রকাশ করেছে।

প্রতিবাদ ও স্বাধীনতার প্রতীক হিসেবে দেখা হয় নোম চমস্কিকে। মার্কিন পররাষ্ট্র নীতির সমালোচনার জন্য তিনি সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে কয়েক দশক ধরে পড়িয়েছেন।

২০১৭ সালে তিনি টাসকুনের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও আচরণগত বিজ্ঞান কলেজে যোগদান করেন। সেখানে তিনি বর্তমানে ভাষাবিজ্ঞানের ‘লরিয়েট প্রফেসর’ হিসেবে তালিকাভুক্ত।

বিশ্বে তাঁর বই ও প্রবন্ধের অনেক পাঠক রয়েছেন। ১৯৫৭ সালে চমস্কির ‘সিনট্যাকটিক স্ট্রাকচার্স’ নামের বিখ্যাত বই বের হয়। বইটি ভাষাবিজ্ঞান অধ্যয়নকে বদলে দিয়েছে।

ভেনেজুয়েলা উপকূলের কাছে আরেকটি তেলবাহী ট্যাংকারকে যুক্তরাষ্ট্রের ধাওয়া

ভেনেজুয়েলার আরও একটি তেলের ট্যাংকার ধাওয়া করছে মার্কিন বাহিনী

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

ভেনেজুয়েলার উপকূলে আবার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

মার্কিন নজর এড়িয়ে কীভাবে তেল পাচার করে ভেনেজুয়েলার গোপন নৌবহর

ব্রাজিলে ধসে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ ১১০ ফুট উঁচু রেপ্লিকা

খড়্গহস্ত ট্রাম্প: মাদুরোর পাশে থাকবেন পুতিন ও লুকাশেঙ্কো

ভেনেজুয়েলার তেলের ট্যাংকার মেরে দেওয়ার ঘোষণায় ট্রাম্পকে ‘জলদস্যু’ বলল কারাকাস

হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচন: এগিয়ে মধ্যপন্থী নাসরাল্লা, ট্রাম্প তুলেছেন কারচুপির অভিযোগ

ক্যারিবীয় সাগরে নৌকায় হামলা, কলম্বিয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নিহতের পরিবারের পিটিশন দাখিল