হোম > বিশ্ব > লাতিন আমেরিকা

চিলিতে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১১২ 

লাতিন আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২ জনে। দেশটির কর্তৃপক্ষ আশঙ্কা করছেন হতাহতের শঙ্কা আরও বাড়তে পারে। দেশটির ভালপারাইসো অঞ্চলে শুরু হওয়া দাবানল এখনো নেভানো সম্ভব হয়নি। আগুন তীব্র গতিতে ঘনবসতিপূর্ণ এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। 

চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল রোববার শুরু হওয়া দাবানলে অন্তত ১১২ জন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ম্যানুয়েল মনসালভে জানিয়েছে, বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ১১২ জনের মরদেহ এসেছে। 

ম্যানুয়েল মনসালভে আরও জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩৪ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, এই দাবানলসহ দেশের অন্তত ৪০টি স্থানে সক্রিয় দাবানল আছে। 

চিলির সরকারি কর্মকর্তাদের তথ্যমতে, অগ্নিকাণ্ডের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল ভালপারাইসো। সেখানে দাবানলে অন্তত ১১০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। 

স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা গতকাল শনিবার দিনের শুরুতে বলেছিলেন, দেশের মধ্য এবং দক্ষিণে ৯২টি বনে আগুন জ্বলছে। এই সপ্তাহে পুরো এলাকাজুড়েই তাপমাত্রা অস্বাভাবিক বেশি। ভালপারাইসোতে দমকলকর্মী এবং অন্যান্য জরুরি যানবাহন যাতে নির্বিঘ্নে আগুন নেভানোর কাজ করতে পারে সে জন্য এসব এলাকা থেকে বাসিন্দাদের দূরে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। 

তোহা বলেন, কুইলপু এবং ভিলা আলেমানা শহরের কাছে দুটি বনে আগুন লেগে শুক্রবার থেকে কমপক্ষে ৮ হাজার হেক্টর (১৯,৭৭০ একর) বনভূমি পুড়ে গেছে। দাবানলে হুমকির মুখে রয়েছে উপকূলীয় শহর ভিনা দেল মার। সেখানে ইতিমধ্যে পৌঁছে গেছে আগুন।

পেরুতে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি, জরুরি অবস্থা জারি

ব্রাজিলে বাদুড়ের শরীরে নতুন করোনা ভাইরাস আবিষ্কার, ঝুঁকি এখনো অজানা

৯৫ দিন পর প্রশান্ত মহাসাগর থেকে উদ্ধার জেলে, বেঁচে ছিলেন যেভাবে

কিউবায় ফের বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে পুরো দেশ

যুক্তরাষ্ট্র শুল্কারোপের পর এশিয়ায় তেল বিক্রিতে নজর মেক্সিকোর

চিলিজুড়ে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে রাজধানী

আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্রিপটো প্রতারণার অভিযোগ, অভিশংসন দাবি

কিছুক্ষণের জন্য বাইরের জগতে এসে ফিরে গেল বিচ্ছিন্ন আমাজন গোষ্ঠীর এক যুবক

কলম্বিয়া কি পারবে কুখ্যাত এস্কোবারের ‘নাম-নিশানা’ মুছে দিতে

গুয়াতেমালা সিটিতে বাস খাদে পড়ে নিহত ৩১