অনলাইন ডেস্ক
ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২৭ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। দেশটির স্থানীয় সময় শনিবার সকালে (১৪ আগস্ট) এই ভূমিকম্প হয়। খবর বিবিসির।
খবরে বলা হয়েছে, এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২। এ ঘটনায় দেশটিতে জারি করা হয়েছে সুনামি সতর্কতাও। এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির শঙ্কা করছেন হাইতির নতুন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল হাইতির রাজধানী পোর্ট-ও-প্রিন্সের ১৬০ কিলোমিটার পশ্চিমে এবং মাটির ১০ কিলোমিটার গভীরে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে। ইতিমধ্যে ওই অঞ্চলে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে।
একটি টুইট বার্তায় হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি বলেছেন, ভূমিকম্প দেশের বিভিন্ন স্থানে প্রাণহানি এবং ব্যাপক ক্ষতি করেছে।
সংবাদ সংস্থা এএফপি-কে হাইতির নাগরিক নিরাপত্তা বিভাগের প্রধান জেরি চ্যান্ডলার বলেন, প্রাণহানি ঘটেছে, সে ব্যাপারে নিশ্চিত। তবে এখনো পর্যন্ত সঠিক সংখ্যা জানা যায়নি। তথ্য সংগ্রহের চেষ্টা করছি আমরা
২০১০ সালে হাইতির রাজধানীতে ৭ মাত্রার ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পে প্রায় ২ লাখ ত্রিশ হাজারের মতো মানুষ নিহত হয়।