Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

১০ রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণার নির্দেশ এরদোয়ানের

অনলাইন ডেস্ক

১০ রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণার নির্দেশ এরদোয়ানের

যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্সসহ ১০ দেশের দূতকে অবাঞ্ছিত ঘোষণার নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিনা বিচারে চার বছর ধরে তুরস্কের কারাগারে আটক ওসমান কাওয়ালা প্রসঙ্গে যৌথ বিবৃতি দেওয়ায় এ নির্দেশ দেওয়া হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে সরকারবিরোধী বিক্ষোভ এবং ২০১৬ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক রয়েছেন প্যারিস বংশোদ্ভূত সমাজকর্মী ওসমান কাওয়ালা (৬৪)। ২০১৭ সালে আটক কাওয়ালা বিনা বিচারে তুরস্কের কারাগারে আছেন। এ নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে ও সুইডেন দূতাবাস। বিবৃতিতে ওসমান কাওয়ালাকে আটক রাখার ঘটনা তুরস্কের 'গণতন্ত্র, আইনের শাসন ও বিচারব্যবস্থায় স্বচ্ছতার ওপর অন্ধকার ছায়া ফেলেছে' বলে অভিহিত করা হয়। 

এই বিবৃতির প্রতিক্রিয়ায় শনিবার এস্কিসেহিরে এক জনসভায় এরদোয়ান বলেন, 'রাষ্ট্রদূতেরা তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে আদেশ দেওয়ার সাহস করতে পারেন না। তাঁদের উচিত হয় তুরস্ককে বোঝা অথবা চলে যাওয়া। আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি যে আমরা আমাদের দেশে তাঁদের বিলাসী আতিথেয়তা দিতে পারব না। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় আদেশ দিয়েছি। এই ১০ জন রাষ্ট্রদূতকে অবশ্যই অবাঞ্ছিত ঘোষণা করা উচিত। তিনি অবিলম্বে এটি সমাধান করবেন।'

এরদোয়ানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে বলে, তার দূত 'এমন কিছু করেননি যাতে তাঁকে বহিষ্কার করা যায়।' আরও বেশ কয়েকটি দেশ এমন প্রতিক্রিয়া জানিয়েছে।

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ

হামাস নয়, গাজা শাসন করবে ‘আন্তর্জাতিক প্রশাসন’, আরও যা আছে প্রস্তাবে