Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ফের আগ্রাসন শুরু করলে ইসরায়েলে হামলার হুমকি হুতির

অনলাইন ডেস্ক

গাজায় ফের আগ্রাসন শুরু করলে ইসরায়েলে হামলার হুমকি হুতির

অবরুদ্ধ ও বিধ্বস্ত গাজায় আবারও আগ্রাসন শুরু হলে ইসরায়েলে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, ইসরায়েল যদি আবারও গাজায় হামলা শুরু করার সিদ্ধান্ত নেয়, তবে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় সময় আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক টুইটে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, ‘আমরা ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর সামরিক অভিযান চালাতে একটুও পিছপা হব না এবং লক্ষ্যবস্তু শুধু স্থল বা সমুদ্রে সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েলি একটি কার্গো জাহাজ এখনো আমাদের দখলে।’ 

কিছুদিন আগে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলা ও স্থল অভিযানের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইসরায়েল লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে হুতি বিদ্রোহীরা। এরপর গত ১৯ নভেম্বর লোহিত সাগরে হেলিকপ্টার নিয়ে দুঃসাহসিক অভিযান চালিয়ে গাড়ি বহনকারী জাহাজটি আটক করেন হুতি যোদ্ধারা। এ সময় এতে বিভিন্ন দেশের ২৫ জন নাবিক ছিলেন।

গত ২৪ নভেম্বর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়। পরে দুই দফায় এর মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়। গত বৃহস্পতিবার সপ্তম দিনের মতো অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হয়। আজ শুক্রবার সকালে যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা। তবে আরও দুই দিনের যুদ্ধবিরতি বাড়ানোর লক্ষ্যে মিসরীয় ও কাতারের কর্মকর্তারা জোর আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এরই মধ্যে আল জাজিরা জানিয়েছে, চতুর্থবারের মতো যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির জোর সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে নিশ্চিত করা হয়নি।

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ

হামাস নয়, গাজা শাসন করবে ‘আন্তর্জাতিক প্রশাসন’, আরও যা আছে প্রস্তাবে

সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় নারীর মৃত্যুদণ্ড কার্যকর

গাজা পুনর্গঠনে জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো

গাজাবাসীদের মিসরের সিনাইয়ে পাঠানোর প্রস্তাব ইসরায়েলি আইনপ্রণেতার