Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনের শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি সেনাদের হামলায় শিশুসহ নিহত ৫ 

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি সেনাদের হামলায় শিশুসহ নিহত ৫ 

ফিলিস্তিনের পশ্চিম তীরে ১৫ বছর বয়সী এক কিশোরসহ পাঁচজন ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন। জেনিন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি সেন্দের এক অভিযানে তারা নিহত হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ সংবাদ জানিয়েছে। 

ফিলিস্তিনের সশস্ত্র বাহিনীর বোমা হামলার পর একটি ইসরায়েলি হেলিকপ্টার থেকে জেনিন ক্যাম্পে মিসাইল ছোড়া হয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নষ্ট ও পড়ে থাকা বেশ কিছু যানবাহন পুড়িয়ে ফেলার জন্য মিসাইল ছোড়া হয়েছে। গাড়ির পোড়া অংশগুলো শিগগিরই অপসারণ করা হবে। আর ফিলিস্তিনের সশস্ত্র বাহিনীর বোমা হামলায় তিন সেনা ও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা হলেন কাসাম ফয়সাল আবু সিরিয়া (২৯), খালেদ দারবিশ (২১), কাসাম সারিয়া (১৯) ও আহমেদ সাকার (১৫)। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। 

ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদার পর এই প্রথম ইসরায়েলি সেনারা পশ্চিম তীরে হামলায় হেলিকপ্টার ব্যবহার করল। ইসরায়েলি বাহিনী সৈন্যদের বের করার সময় হেলিকপ্টারটি মাটিতে থাকা জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গেছে। 

এক বাসিন্দা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘যুদ্ধ চলছে, মাথার ওপর শুধু হেলিকপ্টার উড়ছে। অথচ আমাদের নিরাপদে কোথাও যাওয়ার সুযোগ নেই। আজ সকালে হেলিকপ্টারগুলো জেনিনে আক্রমণ চালিয়েছে। অনেকেই হতাহত হয়েছেন। গ্যাস ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন ক্যাম্পে পানির অভাব দেখা দিয়েছে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত জানান, দেশটির সেনারা হামাস সদস্যদের বিরুদ্ধে অভিযানে গিয়ে পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। এ সময় দুজন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে। 

এ বিষয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, জেনিনে ইসরায়েলের এই আগ্রাসন খুবই জঘন্য ও ভয়াবহ। এটি দ্রুত থামাতে হবে।

গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দিল ইসরায়েল

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে পানি সংকটে পড়বে উপসাগরীয় অঞ্চল, কাতারের প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

সিরিয়ায় আসাদপন্থীদের সঙ্গে নতুন সংঘর্ষে নিহত হাজারের বেশি, ঐক্যের ডাক প্রেসিডেন্টের

ইরান থেকে বিদ্যুৎ আমদানিতে ইরাকের বাধা যুক্তরাষ্ট্র

মস্কো-ওয়াশিংটন বৈঠকের পর এবার যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকের আয়োজক সৌদি আরব

গাজায় দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনা শুরুর ইঙ্গিত হামাস-ইসরায়েলের

একা হয়ে পড়ছেন ট্রাম্প, আরব বিশ্বের গাজা পুনর্গঠন পরিকল্পনায় ইউরোপের শীর্ষ দেশগুলোর সমর্থন

সিরিয়ায় আসাদের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত অন্তত ৩৪০

ইরানকে চিঠি দিয়েছেন ট্রাম্প, তেহরান বলছে পাইনি

সিরিয়ায় হঠাৎ অস্ত্র হাতে আসাদের অনুগামীরা, লড়াইয়ে বহু হতাহতের আশঙ্কা