Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিবাদ ভুলে কর্মস্থলে ফিরলেন ইরান-পাকিস্তানের রাষ্ট্রদূতেরা

অনলাইন ডেস্ক

বিবাদ ভুলে কর্মস্থলে ফিরলেন ইরান-পাকিস্তানের রাষ্ট্রদূতেরা

ইরান ও পাকিস্তান পরস্পরের ভূখণ্ডে হামলার পর সৃষ্ট উত্তেজনা কাটিয়ে দুই দেশের রাষ্ট্রদূতেরা নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক রাসুল মুসাভি এ তথ্য জানিয়েছেন। 

আজ শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইরনা’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

রাসুল মুসাভি বলেন, গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিনি মোকাদ্দাম ও ইরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মুহাম্মাদ মুদাসসির টিপু নিজ নিজ কর্মস্থলে ফিরে গেছেন। 

ইরান ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির খবর প্রচারের ব্যাপারে সতর্কতা অবলম্বন করার জন্য দুই দেশের গণমাধ্যগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মুসাভি। 

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পূর্ণমাত্রায় চালু হওয়ায় উভয় দেশের সরকার ও জনগণ সন্তোষ প্রকাশ করেছে। 

সম্প্রতি ইরান সীমান্তবর্তী পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আশ্রয় গ্রহণকারী ইরানি জঙ্গিগোষ্ঠী জইশ আল-আদলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এ ঘটনার জের ধরে পরদিন ইসলামাবাদ তেহরানে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত যিনি তখন ছুটিতে ছিলেন, তাঁকে পাকিস্তানে ফিরে যেতে নিষেধ করে। 

এর মাধ্যমে কার্যত ইরানের সঙ্গে পূর্ণমাত্রার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান। এরপর দেশটি ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসলামাবাদ দাবি করে, তারা ইরানের অভ্যন্তরে পাকিস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। 

আকস্মিকভাবে এসব ঘটনার ফলে ইরান ও পাকিস্তানের সম্পর্কে চরম উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু শেষ পর্যন্ত ওই উত্তেজনার পরিসমাপ্তি ঘটাল তেহরান ও ইসলামাবাদ।

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ

হামাস নয়, গাজা শাসন করবে ‘আন্তর্জাতিক প্রশাসন’, আরও যা আছে প্রস্তাবে

সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় নারীর মৃত্যুদণ্ড কার্যকর

গাজা পুনর্গঠনে জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো

গাজাবাসীদের মিসরের সিনাইয়ে পাঠানোর প্রস্তাব ইসরায়েলি আইনপ্রণেতার

অন্তর্বর্তী সরকার পরিচালনায় সাংবিধানিক ঘোষণাপত্র তৈরি করছে সিরিয়া