Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনে বন্যায় মৃত ৭৭, বজ্রপাতে ১৩ 

অনলাইন ডেস্ক

ইয়েমেনে বন্যায় মৃত ৭৭, বজ্রপাতে ১৩ 

ইয়েমেন আকস্মিক বন্যায় ৭৭ জনের মৃত্যু হয়েছে এবং একদিনে বজ্রপাতে মারা গেছেন অন্তত ১৩ জন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির হাজ্জাহ প্রদেশের বিভিন্ন এলাকায় একাধিক বজ্রপাতের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং এই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। স্থানীয় আরেকটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আনাদলু এজেন্সি জানিয়েছে, ইয়েমেনের আমরান প্রদেশের একটি শেষকৃত্যানুষ্ঠানে বজ্রপাত হলে অন্তত ৬ জন নারীর মৃত্যু হয়। এই সময় আহত হন আরও ১৩ জন। 

এদিকে, জাতিসংঘ জানিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে সাম্প্রতিক বন্যায় অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রতিষ্ঠান ওসিএইচএ–এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২৮ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৩৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চরম প্রাকৃতিক দুর্যোগ দেশটির ২২ প্রদেশের মধ্যে অন্তত ১৬টি প্রদেশে আঘাত হেনেছে। 

গত ৮ বছর ধরে দেশটিতে চলা গৃহযুদ্ধের কারণে ইয়েমেনের প্রয়োজনীয় অবকাঠামোর ব্যাপক অভাব রয়েছে। এর ফলে, ইয়েমেনিদের মৌলিক সেবাগুলো চরমভাবে হ্রাস পেয়েছে এবং চরম আবহাওয়ার সময় তাদের দুর্ভোগ ক্রমশ বেড়েই চলেছে। 

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ

হামাস নয়, গাজা শাসন করবে ‘আন্তর্জাতিক প্রশাসন’, আরও যা আছে প্রস্তাবে