চিড়িয়াখানা কর্মীকে হত্যার পর সঙ্গী নিয়ে পালিয়েছে একটি সিংহী। তবে কর্মীদের তৎপরতায় ওই সিংহীকে সঙ্গীসহ আবারও বন্দী করা হয়েছে। ইরানের মারকাজি প্রদেশের আরাক শহরের একটি চিড়িয়াখানায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আজ সোমবার এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে জানায়, স্থানীয় সময় রোববার তেহরানের ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আরাক শহরের চিড়িয়াখানা থেকে দুটি প্রাণী পালিয়ে যায়।
তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে সিংহীটি চিড়িয়াখানায় ছিল। সেটি খাঁচার দরজা খুলে বেরিয়ে আসে। পরে ৪০ বছর বয়সী প্রহরীকে আক্রমণ করে। ওই প্রহরী তখন সিংহদের জন্য খাবার নিয়ে গিয়েছিল
মারকাজি প্রদেশের গভর্নর আমির হাদি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএএকে বলেন, ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী চিড়িয়াখানার নিয়ন্ত্রণ নেয়। জীবিত অবস্থায় ওই দুই সিংহকে আবার বন্দী করা হয়েছে।