ইসরায়েলের সঙ্গে লেবাননভিত্তিক গেরিলা সংগঠন হিজবুল্লাহর প্রধান নসরুল্লাহ কি সর্বাত্মক যুদ্ধের ডাক দেবেন—এমন আলোচনা ছিল কয়েক দিন ধরে। এই আলোচনার মধ্যেই এবার নসরুল্লাহ ঘোষণা দিলেন, ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ এরই মধ্যে যুদ্ধে জড়িয়ে গেছে এবং এই যুদ্ধ চলছে গত ৮ অক্টোবর থেকে।
বাংলাদেশ সময় অনুযায়ী আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই খবর জানিয়েছে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল।
হিজবুল্লাহপ্রধান হাসান নসরুল্লাহ দাবি করেছেন, ইসরায়েলের সঙ্গে চলমান এই যুদ্ধে এরই মধ্যে ৫৭ জন লেবানিজ যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
নসরুল্লাহ বলেন, ‘আমাদের বাহিনীর অগ্রভাগে যা ঘটছে, তা অনেক গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক। কারণ, সমুদ্র থেকে শেবা ফার্ম উপত্যকা পর্যন্ত সব ইসরায়েলি অবস্থান আমাদের দৈনন্দিন আক্রমণের লক্ষ্যবস্তু।’
হিজবুল্লাহপ্রধান দাবি করেছেন, ইসরায়েলের ট্যাংক থেকে শুরু করে ড্রোন, সৈন্য এবং নজরদারি যন্ত্রগুলোর ওপর নিয়মিত হামলা পরিচালনা করছে তাঁর বাহিনী। এই অবস্থায় লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী তাদের এক-তৃতীয়াংশ সৈন্যকে জড়ো করতে বাধ্য হয়েছে। শুধু তা-ই নয়, উদ্ভূত পরিস্থিতির মধ্যে ভূমধ্যসাগরে ইসরায়েলি সক্ষমতার অর্ধেকই লেবাননের কাছাকাছি নিয়ে আসা হয়েছে এবং দেশটির বিমানবাহিনীর এক-চতুর্থাংশকে লেবাননের দিকে ঘুরিয়ে রাখা হয়েছে। এ ছাড়া মিসাইলবিধ্বংসী আয়রন ডোমসহ রকেট ডিফেন্স সিস্টেমের অর্ধেকই ইসরায়েল হিজবুল্লাহকে মোকাবিলা করার জন্য মোতায়েন করেছে।
নসরুল্লাহ ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি লেবাননে কোনো হামলা করে বসে, তবে তা হবে অভূতপূর্ব মূর্খতা।