হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের সুরক্ষিত সীমান্তব্যবস্থাকে ‘অকেজো’ প্রমাণ করেছে হামাসের সস্তা ড্রোন 

অনলাইন ডেস্ক

হামাসের সৈন্যরা ইসরায়েলে হামলার আগে কোনোভাবেই টের পায়নি দেশটির গোয়েন্দারা। এমনকি দেশটির সুরক্ষিত সীমান্তব্যবস্থাও বাধা দিতে পারেনি ফিলিস্তিনিদের। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সস্তা ড্রোনই ইসরায়েলের সুরক্ষিত সীমান্তব্যবস্থাকে স্রেফ অকেজো বলে প্রমাণিত করেছে।

ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে মূল্যায়নের জন্য নিউইয়র্ক টাইমস কথা বলেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। গত ৭ অক্টোবর হামাসের সদস্যরা স্থল, জল ও আকাশপথে ইসরায়েলে প্রবেশ করেন। সেদিন হামাসের সদস্যরা ইসরায়েলের অন্তত ২০টি শহর ও সেনাঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়ে সেনাবাহিনীর সদস্যসহ বেশ কয়েজন বেসামরিক নাগরিককে হত্যা ও বন্দী করেন।

এক বিশ্লেষক নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ইসরায়েলি কর্মকর্তাদের মূল্যায়ন ছিল, ২০২১ সালের মে মাসের সংঘর্ষের পর হয়তো হীনবল হয়ে পড়েছে। তাই তারা অদূর ভবিষ্যতে ইসরায়েলের জন্য আর হুমকি হিসেবে আবির্ভূত হবে না। কিন্তু তাদের সেই মূল্যায়ন ভুল ছিল।

ইসরায়েলি সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা সীমান্তে নির্মিত সুরক্ষিত দেয়ালের কার্যকারিতা নিয়ে বেশ আত্মতুষ্টিতে ভুগছিল। কারণ দেয়ালটিতে বিভিন্ন ধরনের সেনসর, দূরনিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় মেশিনগানসহ অন্য অনেক ব্যবস্থাই সংযুক্ত ছিল। তাই কর্মকর্তারা বিশ্বাস করতেন, দেয়ালটি দুর্ভেদ্য এবং তাই সেখানে খুব সামান্যই সেনা মোতায়েন করা ছিল। তার পরিবর্তে তাদের অন্য কোথাও মোতায়েন করা হয়েছিল।

নিউইয়র্ক টাইমস ইসরায়েলি সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, হামাস হামলার প্রথম ধাক্কায়ই সীমান্তের চারটি যোগাযোগ টাওয়ার ধ্বংস করে দেয় ড্রোন থেকে গোলা ফেলার মাধ্যমে। ঘটনাগুলো এতই দ্রুত ঘটেছে যে, ইসরায়েলিরা টেরই পায়নি কিছু। ফলে হামাসের লোকজনের জন্য সীমান্ত পার হওয়া খুব সহজ হয়ে গিয়েছিল। এ ছাড়া বিস্ফোরক, বুলডোজার ব্যবহার করে সব মিলিয়ে ৩০টি জায়গা ভেঙে ফেলে এবং ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে পড়েন দেড় হাজার হামাস সেনা।

ইসরায়েলি সশস্ত্র বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তারা সীমান্তে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা দ্রুত বুঝতে পারেননি। ফলে ঘটনাস্থলগুলো থেকে ইসরায়েলের বিভিন্ন বিমানঘাঁটি মাত্র কয়েক মিনিটের দূরত্বে হলেও বিমানসহায়তা শুরু করতে কয়েক ঘণ্টা লেগে গেছে।

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের ব্যর্থতা মনে করেন হিজবুল্লাহ প্রধান

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে: কাতার

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যা আছে

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন, কার্যকর রোববার

ইসরায়েলের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, মন্ত্রিসভার সম্মতির অপেক্ষা

গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত, একদিন পিছিয়ে কার্যকর হতে পারে সোমবার থেকে

গাজা যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করল ইসরায়েল, অনুমোদনে মন্ত্রিসভার বৈঠক আজ

যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েও গাজায় ব্যাপক হামলা চালাল ইসরায়েল

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে কী আছে

অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল

সেকশন