Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ভাইরাল হওয়া বন্দী সেই তরুণীকে মৃত অবস্থায় পাওয়া গেছে গাজায়

অনলাইন ডেস্ক

ভাইরাল হওয়া বন্দী সেই তরুণীকে মৃত অবস্থায় পাওয়া গেছে গাজায়

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে হত্যাযজ্ঞের পাশাপাশি দুই শতাধিক মানুষকে বন্দী করে গাজায় নিয়ে এসেছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা। সে সময় ইসরায়েল থেকে অপহৃত বেশ কয়েকজন বন্দীর ভিডিওচিত্র ভাইরাল হয় ইন্টারনেটে। ভাইরাল ওই ভিডিওগুলোর একটিতে দেখা গিয়েছিল জার্মানি ও ইসরায়েলের দ্বৈত নাগরিকত্ব থাকা শানি লৌককে। বন্দী হওয়ার মুহূর্তে ইসরায়েলে অনুষ্ঠিত সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যালে অবস্থান করছিলেন তিনি। 

এবার শানি লৌককে মৃত অবস্থায় গাজায় পাওয়া গেছে বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। আজ সোমবার স্কাই নিউজের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। 

এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘খবরটি জানাতে গিয়ে আমরা ভেঙে পড়ছি যে,২৩ বছর বয়সী জার্মান-ইসরায়েলি শানি লৌকের মরদেহ পাওয়া গেছে এবং পরিচয় নিশ্চিত হওয়া গেছে।’ 

তিনি আরও বলেন, ‘শানি একটি মিউজিক ফেস্টিভ্যাল থেকে অপহৃত ও নির্যাতিত হয়েছিলেন এবং তাকে হামাস সন্ত্রাসীরা গাজায় নিয়ে গিয়েছিল।’ 

এ সময় শানির পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টিকে তিনি একটি দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেন। 

উল্লেখ্য, ইতিপূর্বে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছিল, ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় তাঁদের কাছে জিম্মি থাকা অন্তত ৫০ জন নিহত হয়েছেন। 

একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ধারণা করা হচ্ছে, ইহুদিবাদী হামলা ও গণহত্যার ফলে গাজা উপত্যকায় নিহত ইহুদি বন্দীর সংখ্যা প্রায় ৫০ ছুঁয়েছে।’  

ইতিপূর্বে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করে ১ হাজার ৪০০ মানুষকে হত্যার পাশাপাশি ২২৪ জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস যোদ্ধারা।

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ

হামাস নয়, গাজা শাসন করবে ‘আন্তর্জাতিক প্রশাসন’, আরও যা আছে প্রস্তাবে

সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় নারীর মৃত্যুদণ্ড কার্যকর

গাজা পুনর্গঠনে জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো

গাজাবাসীদের মিসরের সিনাইয়ে পাঠানোর প্রস্তাব ইসরায়েলি আইনপ্রণেতার

অন্তর্বর্তী সরকার পরিচালনায় সাংবিধানিক ঘোষণাপত্র তৈরি করছে সিরিয়া

গাজায় রমজান: ধ্বংসস্তূপের মাঝে বিশ্বাসে অবিচল