Ajker Patrika
হোম > বিশ্ব > পাকিস্তান

আফগানিস্তান যুদ্ধে আমরা ছিলাম ভাড়া করা বন্দুক: ইমরান খান

অনলাইন ডেস্ক

আফগানিস্তান যুদ্ধে আমরা ছিলাম ভাড়া করা বন্দুক: ইমরান খান

আফগানিস্তান যুদ্ধে পাকিস্তান ভাড়া করা বন্দুকের মতো ব্যবহৃত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি বলেছেন।

ইমরান খান বলেন, আমরা ভাড়া করা বন্দুকের মতো ছিলাম। আমাদের উচিত ছিল যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান যুদ্ধে জেতানো তবে আমরা তা করিনি।

গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ভেবে দেখবে। ব্লিঙ্কেন মার্কিন কংগ্রেসে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে একটি শুনানিতে এমনটি বলেন।

অভিযোগ রয়েছে, পাকিস্তানের সঙ্গে তালেবানের গভীর সম্পর্ক রয়েছে। যদিও পাকিস্তান তা অস্বীকার করে।

পাকিস্তানে সন্ত্রাসীদের জন্য স্বর্গরাজ্য এমন অভিযোগে ইমরান খান বলেন, এই নিরাপদ স্বর্গরাজ্য কী? আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সবচেয়ে বেশি নজরদারি করেছে যুক্তরাষ্ট্র। অবশ্যই যদি সেটি সন্ত্রাসবাদের স্বর্গরাজ্য হয় অবশ্যই যুক্তরাষ্ট্র সেটি জানত।

আফগানিস্তানের স্থিতিশীল পরিস্থিতির জন্য তালেবানের সঙ্গে সমর্থন করতে হবে বলে মনে করেন ইমরান খান। এ প্রসঙ্গে ইমরান খান বলেন, তালেবান পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে। যদি তালেবান অংশগ্রহণমূলক সরকার গঠন করে তাহলে আফগানিস্তানে ৪০ বছর পর শান্তি ফিরতে পারে।

তালেবান শাসনামলে নারীদের অধিকারের বিষয়ে ইমরান খান বলেন, এটা মনে করা ভুল যে বাইরে থেকে কেউ আফগান নারীদের অধিকার দেবে। আফগান নারীরা শক্তিশালী। তাঁদের সময় দিন। তাঁরা অধিকার পাবে।

বেছে বেছে হত্যা করে অস্ত্রধারীরা, বিভীষিকাময় রাতের বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা

ট্রেন ছিনতাইয়ের কলকাঠি নড়েছে আফগানিস্তান থেকে, অভিযোগ পাকিস্তানের

পাকিস্তানে জিম্মি ট্রেনে সেনাবাহিনীর অভিযানে নিহত ৫৮

পাকিস্তানে ট্রেন জিম্মি: ৩০ ঘণ্টার অভিযানে নাটকীয়তার অবসান

দুর্ধর্ষ উপায়ে ট্রেন ছিনতাইয়ের ভিডিও প্রকাশ করল বেলুচ বিদ্রোহীরা

পাকিস্তানে ট্রেন ছিনতাইয়ের নেপথ্যে কারা, কী চায় তারা

পাকিস্তানে ট্রেন জিম্মি: ১৯০ যাত্রী উদ্ধার, ৩০ বিদ্রোহী নিহত

পাকিস্তানে জিম্মি ট্রেনের শতাধিক আরোহী উদ্ধার, তুমুল গোলাগুলি

পাকিস্তানে গুলি করে, বোমা ফাটিয়ে ৪ শতাধিক যাত্রীসহ ট্রেন জিম্মি করল বেলুচ বিদ্রোহীরা

পাকিস্তানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করায় অ্যাডমিনকে গুলি করে হত্যা