আফগানিস্তান যুদ্ধে পাকিস্তান ভাড়া করা বন্দুকের মতো ব্যবহৃত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি বলেছেন।
ইমরান খান বলেন, আমরা ভাড়া করা বন্দুকের মতো ছিলাম। আমাদের উচিত ছিল যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান যুদ্ধে জেতানো তবে আমরা তা করিনি।
গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে ভেবে দেখবে। ব্লিঙ্কেন মার্কিন কংগ্রেসে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে একটি শুনানিতে এমনটি বলেন।
অভিযোগ রয়েছে, পাকিস্তানের সঙ্গে তালেবানের গভীর সম্পর্ক রয়েছে। যদিও পাকিস্তান তা অস্বীকার করে।
পাকিস্তানে সন্ত্রাসীদের জন্য স্বর্গরাজ্য এমন অভিযোগে ইমরান খান বলেন, এই নিরাপদ স্বর্গরাজ্য কী? আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সবচেয়ে বেশি নজরদারি করেছে যুক্তরাষ্ট্র। অবশ্যই যদি সেটি সন্ত্রাসবাদের স্বর্গরাজ্য হয় অবশ্যই যুক্তরাষ্ট্র সেটি জানত।
আফগানিস্তানের স্থিতিশীল পরিস্থিতির জন্য তালেবানের সঙ্গে সমর্থন করতে হবে বলে মনে করেন ইমরান খান। এ প্রসঙ্গে ইমরান খান বলেন, তালেবান পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে। যদি তালেবান অংশগ্রহণমূলক সরকার গঠন করে তাহলে আফগানিস্তানে ৪০ বছর পর শান্তি ফিরতে পারে।
তালেবান শাসনামলে নারীদের অধিকারের বিষয়ে ইমরান খান বলেন, এটা মনে করা ভুল যে বাইরে থেকে কেউ আফগান নারীদের অধিকার দেবে। আফগান নারীরা শক্তিশালী। তাঁদের সময় দিন। তাঁরা অধিকার পাবে।