Ajker Patrika
হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বন্যার পানিতে তলিয়ে গেল হাসপাতাল, ১৭ রোগীর মৃত্যু 

অনলাইন ডেস্ক

বন্যার পানিতে তলিয়ে গেল হাসপাতাল, ১৭ রোগীর মৃত্যু 

মেক্সিকোর মধ্যাঞ্চলে একটি হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট এবং অক্সিজেনের অভাবে কমপক্ষে ১৭ রোগীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালটিতে বন্যার পানি প্রবেশ করায় বিদ্যুৎ বিভ্রাট হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

মেক্সিকো সরকারের পক্ষ থেকে একটি টুইট বার্তায় বলা হয়, হিদালাগো রাজ্যের তুলা শহরে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে। 

একটি টুইট বার্তায় মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেন, ১৭ জনের মৃত্যুতে আমি খুব দুঃখিত। 

মেক্সিকোর সামাজিক নিরাপত্তার বিষয়টি দেখভাল করা সংস্থা ম্যাক্সিকান ইনস্টিটিউট অব সোশ্যাল সিকিউরিটির প্রধান জো রোবেলদো বলেন, কয়েক মিনিটের মধ্যে হাসপাতালটি বন্যার পানিতে তলিয়ে যায়। পরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতালটিতে অক্সিজেন সংকট দেখা দেয়। 

মেক্সিকোর স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ বিভ্রাটের পর হাসপাতালটি থেকে ৫৬ জন রোগীকে সরিয়ে অন্য হাসপাতালে নেওয়া হয়। মৃতদের মধ্যে বেশ কয়েকজন করোনা রোগীও ছিলেন।

মেক্সিকো সরকার তুলা শহরের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেনাবাহিনী এবং বিদ্যুৎ বিভাগের কর্মীদের মোতায়েন করেছে। 

এদিকে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ইকাটেপেকে বন্যার পানিতে দুজনের মৃত্যু হয়েছে। 

‘ক্রিপটো রিজার্ভ’ গড়বে যুক্তরাষ্ট্র, ঘোষণামাত্রই আকাশে উড়ছে এই মুদ্রার বাজার

ট্রাম্পের হুমকির পর কানাডার সার্বভৌমত্ব রক্ষায় রাজা চার্লসের সঙ্গে বৈঠকে ট্রুডো

মার্কিন প্রেসিডেন্টদের গোপন প্রেম নিয়ে নতুন বই, নাৎসি গুপ্তচরের সঙ্গে সম্পর্ক ছিল কেনেডির!

মেক্সিকো সীমান্তে আরও ৩ হাজার সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

আমেরিকাজুড়ে ইউক্রেনের পক্ষ নিয়ে বিক্ষোভ চলছে

গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইংরেজিকে যুক্তরাষ্ট্রের দাপ্তরিক ভাষা করে ট্রাম্পের নির্বাহী আদেশ

ট্রাম্প-জেলেনস্কির তপ্ত বাগ্‌বিতণ্ডার সূত্রপাত যেভাবে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়ও জমি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী, হতে পারে মামলা

হোয়াইট হাউসে বাগ্‌বিতণ্ডার পর বেরিয়েই ট্রাম্পের সহায়তা চাইলেন জেলেনস্কি